0.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

ফোনে মেয়ে সেজে কথা বলে বৃদ্ধকে জিম্মি করে মুক্তিপণ দাবি, যুবক আটক

ফোনে মেয়ে সেজে কথা বলে বৃদ্ধকে জিম্মি করে মুক্তিপণ দাবি, যুবক আটক - the Bengali Times

হবিগঞ্জে মেয়ে সেজে বৃদ্ধকে জিম্মি করা যুবক হোসাইনকে আটক করে পুলিশ

হবিগঞ্জের মাধবপুরে এক বৃদ্ধকে বাবা বানিয়ে নরসিংদীতে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) রাতে মাধবপুর থানার ওসি’র দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুরের কৃষ্ণপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ছাবু মিয়া (৬৫) কে নরসিংদীর রেল কলোনীর একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ঘুমড়াগুল গ্রামের তাহের আলীর ছেলে মো. হোসাইন (২৬) কয়েক মাস ধরে ছাবু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে মেয়ে কন্ঠে কথা বলে। সময়ে সময়ে কথা বলার এক ফাঁকে বৃদ্ধকে বাবা সম্বোধন করে। ফোনে আবেগ তাড়িত হয়ে কথা বলার নাটক করে তাকে দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করে। বিকাশে ছাবু মিয়াকে আটশত টাকা পাঠিয়ে নরসিংদীতে যাওয়ার কথা বলে। ছাবু মিয়া গত ৩১ আগষ্ট শুক্রবার হোসাইনের কথামত নরসিংদীতে যায়। সেখানে প্রতারক হোসাইনের আসল রূপ ধরা পড়ে।বৃদ্ধ ছাবু মিয়াকে একটি অন্ধকার ঘরে আটকে রেখে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং প্রাণে হত্যার ভয় দেখিয়ে পরিবারের কাছে ফোন দিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করে।’

- Advertisement -

স্থানীয় ইউপি সদস্য ফরিদ জানান, এ ঘটনা ছাবু মিয়ার পরিবার তাকে জানালে তিনি বিষয়টি মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে অবগত করেন। পরে মনতলা পুলিশ ফাঁড়ির এসআই আষিশ চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদী থানা পুলিশের সহযোগিতায় নরসিংদীর রেল কলোনির একটি কক্ষ থেকে ছাবু মিয়াকে উদ্ধার ও ঘটনার মূলহোতা হোসাইনকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। হোসাইনকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles