-0.3 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কোভিডে প্রয়াত সেনেটর জোসি ফরেস্ট-নিয়েসিং

কোভিডে প্রয়াত সেনেটর জোসি ফরেস্ট-নিয়েসিং - the Bengali Times
জোসি ফরেস্ট নিয়েসিং

অন্টারিওর সেনেটর ও আইনজীবী জোসি ফরেস্ট-নিয়েসিং মারা গেছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

ফরেস্ট-নিয়েসিংয়ের কার্যালয় থেকে সপ্তাহের শুরুর দিকে জানানো হয়, হাসপাতালে ভর্তির পর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে শনিবার বাসায় ফেরেন সাডবারির সেনেটর। তিনি উভয় ডোজ ভ্যাকসিন নিলেও ১৫ বছর ধরে ফুসফসের সমস্যার কারণে তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন। সে কারণে শুরুর দিকেই উভয় ডোজ ভ্যাকসিন নিয়ে নেন তিনি। তবে স্বাস্থ্যগত অবস্থার কারণে তার ভ্যাকসিনের কার্যকারিতা দ্রুত কমে আসার কথাও সে সময় সতর্ক করে দেওয়া হয়েছিল। সেজন্য তাকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছিল। সতর্কতা অবলম্বনের পরও তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন।

- Advertisement -

তাকে সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি কানাডিয়ানদের প্রতি ভ্যাকসিন গ্রহণের আহ্বানও ফরেস্ট-নিয়েসিং জানিয়ে গেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেনেটের স্পিকার জর্জ জে. ফারি শনিবার এক বিবৃতিতে ফরেস্ট-নিয়েসিংয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পেশায় আইনজীবী ফরেস্ট-নিয়েসিংকে সেনেটের ওয়েবসাইটে একজন গর্বিত ফ্রাঙ্কো-অন্টারিয়ান হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের অক্টোবর তিনি সেনেট প্রতিনিধিত্ব করে আসছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদ, সেনেটে তার সহকর্মী ও আইন পেশার সদস্যরা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক শোকবার্তায় বলেছেন, কানাডা সরকার, সোফি ও আমার পক্ষ থেকে ফরেস্ট-নিয়েসিংয়ের পরিবার, বন্ধু, সহকর্মীদের সমবেদনা জ্ঞাপন করছি।

প্রতিটি বিতর্কেই প্রজ্ঞাবান ও সংবেদনশীল এ ফ্রাঙ্কো-আমেরিকান জ্ঞানের ছাপ রেখে গেছেন বলে মন্তব্য করেছেন আলবার্টার সেনেটর পলা সিমন্স। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিও। তার এ প্রয়াণ ফ্রাঙ্কো-আমেরিকান কমিউনিটি ও কানাডার জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles