10.5 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সামাজিক দূরত্ব না মানার পরিকল্পনা অর্ধেক কানাডিয়ানের

সামাজিক দূরত্ব না মানার পরিকল্পনা অর্ধেক কানাডিয়ানের - the Bengali Times
সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৫ শতাংশ কানাডিয়ান ক্রিসমাস পার্টি ও অন্য সামাজিক জমায়েতে হ্যান্ডশেক আলিঙ্গন ও চুমুর মাধ্যমে অন্যদের স্বাগত জানাবেন বলে জানিয়েছেন

ছুটির জমায়েতে সামাজিক দূরত্বের বিধি না মানার পরিকল্পনা করছেন প্রায় অর্ধেক কানাডিয়ান। এ সময় তারা বন্ধু ও স্বজনদের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি পরস্পরকে আলিঙ্গন ও চুমু খেতে চান। লেজার ও কানাডিয়ান প্রেসের এক যৌথ সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৫ শতাংশ কানাডিয়ান ক্রিসমাস পার্টি ও অন্য সামাজিক জমায়েতে হ্যান্ডশেক, আলিঙ্গন ও চুমুর মাধ্যমে অন্যদের স্বাগত জানাবেন বলে জানিয়েছেন।

- Advertisement -

অন্টারিওতে শীতের ছুটিতে সামাজিক দূরত্ব না মানতে চাওয়াদের সংখ্যা ৫০ শতাংশে উন্নীতি হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ায় যেখানে এ হার মাত্র ৩৭ শতাংশ। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ছুটির দিনে বন্ধু-পরিজনদের আলিঙ্গন করতে চাওয়ার হার তুলনামূলক বেশি। এই বয়সশ্রেণির ৫২ শতাংশই বন্ধু ও পরিজনদের আলিঙ্গ করতে চান।

লেজারের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান বোর্ক বলেন, ভ্যাকসিনেটেড হওয়ায় ঝুঁকির বিষয়ে কানাডিয়ানরা যে আত্মতুষ্টিতে ভুগছে সমীক্ষার ফলাফল সেই ইঙ্গিতই দিচ্ছে।

এদিকে ৪৯ শতাংশ কানাডিয়ান আক্রান্ত হওয়া নিয়ে ভীত নয় বলে জানিয়েছেন। বোর্ক বলেন, কানাডিয়ানদের মধ্যে যে ঢিলাঢালা ভাব চলে এসেছে সমীক্ষা সেটাই বলছে। ইউরোপে এখন সংক্রমণের পঞ্চম ঢেউ চলছে। এ অবস্থায় খুব বেশি ঝুঁকি নিয়ে কানাডিয়ানরা ছুটি উদযাপন করতে যাচ্ছেন।
তবে ছুটির মৌসুমে আর সব সুরক্ষা ব্যবস্থার প্রতিই শ্রদ্ধাশীল থাকবেন বলে জানিয়েছেন ৮১ শতাংশ কানাডিয়ান। শুক্র ও শনিবার ১ হাজার ৫৪৭ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৭ শতাংশ কানাডিয়ানের মত হচ্ছে, হলিডে পার্টিতে কাউকে দাওয়াত দেওয়ার আগে তিনি ভ্যাকসিনেটেড কিনা সেটা জানতে চাইবেন। তবে ভ্যাকসিনেটেড নয় এমন মানুষদেরও বাসায় দাওয়াত দেবেন বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩৫ শতাংশ কানাডিয়ান। আর মহামারি পূর্ববর্তী সময়ের মতো না হলেও বেশি সংখ্যক বন্ধু ও পরিবারকে নিয়ে ছুটি উদযাপনের পরিকল্পনায় আছেন এক-তৃতীয়াংশ কানাডিয়ান।

কানাডিয়ানরা তাদের খরচের হাতটা এখনও পুরোপুরি খোলেননি। এবারের ছুটিতে গত বছরের চেয়ে কম খরচ করবেন বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৪৬ শতাংশ কানাডিয়ান। অনেক বেশি পরিমাণে ব্যয়ের পরিকল্পনা রয়েছে মাত্র ৭ শতাংশ কানাডিয়ানের। এছাড়া ছুটি উপলক্ষ্যে তাদের পছন্দের মলে কেনাকাটা করতে চান এক-তৃতীয়াংশ কানাডিয়ান। তবে অনলাইনেই কেনাকাটা সেরে নেওয়ার পক্ষে ৪২ শতাংশ কানাডিয়ান।

সাশ্রয়ী মূল্যে সমাগ্রী কেনার পক্ষে মত দিয়েছেন সমীক্ষায় অংশগ্রহণকারী ৬০ শতাংশ কানাডিয়ান। তবে কিছুটা বেশি দাম দিয়ে পণ্য কেনার পক্ষে ২২ শতাংশ।

এদিকে মহামারি মোকাবেলায় জাস্টিন ট্রুডোর সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন ৬৩ শতাংশ কানাডিয়ান। এক-তৃতীয়াংশ কানাডিয়ান সরকার যেভাবে সঙ্কট সামাল দিয়েছে তাতে খুশি। তবে মহামারির ঝুঁকি যে এখনও রয়ে গেছে স্টো মনে করেন সমীক্ষায় অংশগ্রহণকারী ৫১ শতাংশ কানাডিয়ান।

 

- Advertisement -

Related Articles

Latest Articles