9.9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

আমার ভাই-বোনদের ওপর কোনো সহিংসতা দেখতে চাই না: মুশফিক

আমার ভাই-বোনদের ওপর কোনো সহিংসতা দেখতে চাই না: মুশফিক - the Bengali Times
জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ছবি ফেসবুক

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং প্রাণহানির ঘটনায় একে একে মুখ খুলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবার দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষকদের হেনস্থা করার প্রতিবাদ জানালেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে মুশফিক লিখেছেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।”

- Advertisement -

সহিংসতা বন্ধের আহবান জানিয়ে মুশফিক আরও লিখেছেন, “যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।”

 

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles