2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা করেন তারা

নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা করেন তারা - the Bengali Times
নকল স্বর্ণের বারসহ আটক হওয়া দুজন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অভিযান চালিয়ে নকল স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে র‌্যাব। এ দুজন নকল স্বর্ণের বার দিয়ে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনানী বন্দর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ঐ সময় তাদের কাছ থেকে একটি নকল স্বর্ণের বার পাওয়া যায়। তাদের অটোরিকশা আটক করা হয়। আটক দুজনের মধ্যে একজন রিকশা চালক এবং অন্যজন যাত্রীর বেশে ছিলেন।

তারা হলেন শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম উত্তরপাড়া গ্রামের ৪০ বছর বয়সী জয়নাল মণ্ডল ও ৩৫ বছর বয়সী জহুরুল প্রামাণিক।

- Advertisement -

এ তথ্য নিশ্চিত করে বগুড়া র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল স্বর্ণের বারসহ ঐ দুজনকে আটক করা হয়। তাদের পেশা মানুষের সঙ্গে প্রতারণা করা। নকল বার দিয়ে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করেন তারা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles