5.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

যুক্তরাষ্ট্রকে রেকর্ড ২৭০ রানে হারাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে রেকর্ড ২৭০ রানে হারাল বাংলাদেশ - the Bengali Times

কখনো ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ নারী দলের। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপে জায়গা করে নেয়ার শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারিয়ে দেয় পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। যুক্তরাষ্ট্রকে ২৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগ্রেসরা। হারারেতে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৩ রান করে টাইগ্রেসরা।

- Advertisement -

সর্বোচ্চ ১৩০ রান করেন শারমিন আক্তার। এছাড়া ফারজানা হক ৬৭ ও মুর্শিদা খাতুন করেন ৪৭ রান। জবাবে ৩০.৩ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ২টি করে উইকেট শিকার সালমা খাতুন, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুনের। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।

এর আগে শারমিন আক্তারের অনবদ্য সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের হয়ে ১৪১ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন শারমিন আক্তার।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ৯ উইকেটে সর্বোচ্চ ২১১ রান করেছিল বাংলাদেশ নারী দল।

মঙ্গলবার জিম্বাবুয়ের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। প্রথম ম্যাচে গ্রুপের শক্তিশালী দল পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনীতে ১৬.১ ওভারে মুরশিদা খাতুনকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন শারমিন আক্তার। ৫৬ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করে ফেরেন মুরশিদা।

এরপর নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন শারমিন। মাত্র ২৬ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করে ফেরেন নিগার সুলতানা।

তৃতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। ৪৪.১ ওভারে ২৮১ রানে ৬২ বলে ৬৭ রান করে ফেরেন ফারজানা। মাত্র ৪ ও ২ রান করে ফেরেন রুমান আহমেদ ও রিতু।

ইনিংসের একেবারে শেষদিকে নেমে ১০ বলে ২টি চারের সাহায্যে ১৭ রান করেন লতা মণ্ডল। শুরুতে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ করেই সাজঘরে ফেরেন শারমিন। লম্বা সময় ধরে ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ১৩০ রানের ইনিংসটি ১৪১ বলে ১১টি চারে সাজানো।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৫ রান (শারমিন আক্তার ১৩০*, ফারজানা হক ৬৭, মুরশিদা খাতুন ৪৭, নিগার সুলতানা ৩৩, লতা মণ্ডল ১৭*)।

সূত্র : নতুন সময়

- Advertisement -

Related Articles

Latest Articles