8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া যেখানে দণ্ডণীয় অপরাধ!

 

স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া যেখানে দণ্ডণীয় অপরাধ! - the Bengali Times
প্রতীকী ছবি

সমাজ যাতে সুষ্ঠুভাবে চলতে পারে তা নিশ্চিত করার একমাত্র মাধ্যম হল নিয়ম ও আইনের প্রণয়ন। যে কোনও দেশ নিজেদের ইচ্ছা অনুযায়ী আইন তৈরি করতে পারে। কোনো কোনো দেশ নিজেদের প্রয়োজনে এমন কিছু আইন তৈরি করে যা সত্যিই অনন্য।

- Advertisement -

উদাহরণস্বরূপ বলা যেতে পারে- পৃথিবীতে এমন এক দেশ আছে যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীকে কারাগারে যেতে হয়। শুনতে অদ্ভুত লাগলেও এমনই একটা আইন প্রচলিত আছে এক দেশে। প্রশান্ত মহাসাগরের হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে ছোট্ট ওই দ্বীপদেশের নাম সামোয়া। দেশটিতে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া রীতিমতো আইনত দণ্ডনীয়।

সামোয়া আইন অনুযায়ী, যদি কোনো স্বামী ভুলবশত তার স্ত্রীর জন্মদিন ভুলে যান, তাহলে তা অপরাধ হিসেবে বিবেচিত হয়। স্ত্রী যদি এই ‘ভয়ঙ্কর’ ভুলের ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ করে, তাহলে স্বামীকে জেলে যেতে হতে পারে । পাশপাশি কঠিন কিছু প্রশ্নেরও উত্তর দিতে হতে পারে।

আসলে যতটা ভীতিকর মনে করা হচ্ছে শাস্তিটা আসলে ততটা মারাত্মক নয়। এ ধরনের শাস্তি দিয়ে আসলে স্বামীদের সংশোধন করারই চেষ্টা করা হয়। যাতে আগামী দিনে তিনি এই ভুল না করেন। সূত্র : ইন্ডিয়া টাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles