0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

প্রেমিকার ঘরে মধ্যরাতে চাচাতো ভাই, এরপর যা ঘটল

প্রেমিকার ঘরে মধ্যরাতে চাচাতো ভাই, এরপর যা ঘটল - the Bengali Times
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে ঘরে ঢুকে প্রেমিকার চাচাতো ভাইকে দেখে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রেমিক। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতককে আটক করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার সুমন মিয়া (২৬) বেতবাড়িয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।

- Advertisement -

তিনি সুরমা আক্তার পাখির চাচাতো ভাই।

ঘটনার পর পর পুলিশ অভিযুক্ত নজরুল ইসলামকে (৪৪) আটক করেছে। নজরুল গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বনিক জানান, নজরুল ইসলামের বাড়ি গোপালগঞ্জে হলেও তিনি বর্তমানে সাভারে থাকেন।

তার স্ত্রী ও দুই ছেলে আছেন। তার সঙ্গে বেতবাড়িয়া এলাকার সুরমা আক্তার পাখির পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো।

তিনি আরো জানান, পুলিশের কাছে আটকের পর প্রাথমিক অবস্থায় নজরুল জানিয়েছেন বেতবাড়িয়ার সুরমা আক্তার পাখি নামের এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে তার সম্পর্ক হয়। গত আড়াই বছর ধরে তাদের সম্পর্ক চলছিল।

সে মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়াতে আসতেন। নজরুল খবর পায় পাখি তার চাচাতো ভাই সুমনের সঙ্গেও প্রেম করে। পাখিকে হত্যার উদ্দেশে বুধবার ভোরে সে ছুরি নিয়ে পাখির ঘরে ঢুকে। এ সময় পাখির সঙ্গে তার চাচাতো ভাই সুমনকে দেখে ক্ষিপ্ত হয় নজরুল। এক পর্যায়ে সে নজরুলকে ছুরিকাঘাত করে।

- Advertisement -

Related Articles

Latest Articles