6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মেলোনির সেলফিতে হাসিমুখে মোদির পোজ, নেট দুনিয়ায় হৈহৈ রব

মেলোনির সেলফিতে হাসিমুখে মোদির পোজ, নেট দুনিয়ায় হৈহৈ রব - the Bengali Times
মেলোনির সেলফিতে হাসিমুখে মোদির পোজ

সদ্যই তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। এরপরই প্রথম বিদেশ সফরে ইতালি গেছেন তিনি। সেখানেই এক মোদি কাণ্ড ভাইরাল হয়েছে অনলাইন মাধ্যমে।

জি-৭ জোটের তিন দিনের শীর্ষ সম্মেলনের ফাঁকেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে সেলফি তোলেন মোদি। মেলোনির তোলা সেলফিতে হাসিমুখে পোজ দেন মোদি। আর সেই ছবিই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

- Advertisement -

সাদা পাঞ্জাবির ওপর কালো কোটি পরা মোদির বুক পকেটে কলম। চোখে চশমা। অন্যদিকে মেলোনি খোলা চুলে। মুঠোফোন হাতে রেখে তার মুখেও উপচে পড়া হাসি।

এর আগেও মোদি-মেলোনির সেলফি আলোচনায় এসেছিল। গত বছর জলবায়ু শীর্ষ সম্মেলনে (কপ-২৮) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সেই সেলফিটি তুলেছিলেন এই দুই বিশ্ব

- Advertisement -

Related Articles

Latest Articles