32.2 C
Toronto
বুধবার, জুন ১৯, ২০২৪

কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত ‘জায়েদ খান’

কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত ‘জায়েদ খান’
কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত জায়েদ খান নামের এই গরুটি

আসন্ন ঈদুল আজহার কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত জায়েদ খান। নাম শুনে ভড়কে গেলেন? ঠিকই শুনেছেন। না, রুপালি পর্দার অভিনেতা জায়েদ খান নন। এটি ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজনের ষাঁড়।

এর মালিক গাজীপুরের আক্তার হোসেন।

- Advertisement -

গাজীপুর সিটির কাউলতিয়া এলাকার আক্তার হোসেন জানান, স্থানীয় এক কৃষকের কাছ থেকে গরুটি কিনে এক বছর ধরে লালন-পালন করছেন। তার আদরের গরুটি মানুষ দেখলেই মাথা এগিয়ে ডিগবাজি দিতে চায়। এমন চঞ্চল স্বভাবের কারণেই গরুর নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’।

তার গরুটি দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন মানুষ ভিড় করছে।

জায়েদ খান মূলত চিত্রনায়ক হলেও গরুর নাম জায়েদ খান কেন রাখলেন? এমন প্রশ্নে গরুর মালিক জানান, ফ্রিজিয়ান জাতের এই গরুরটি বেশ চঞ্চল প্রকৃতির। প্রিয় নায়ক জায়েদ খানের ভক্ত তিনি। এ কারণে তার গরুর নাম দিয়েছেন জায়েদ খান।

তিনি জানান, ইতিমধ্যে অনেক ক্রেতা জায়েদ খানকে দেখে গেছেন। অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করেছেন। ভালো ক্রেতা এবং দাম পেলে জায়েদ খানকে বিক্রি করা হবে। কেউ চাইলে বাড়ি থেকেই কিনে নিতে পারবেন। তবে শেষ পর্যন্ত যদি গরুটি বাড়িতে বিক্রি না হয় তাহলে গাবতলীর পশুর হাটে তুলবেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles