19.2 C
Toronto
রবিবার, জুন ১৬, ২০২৪

মরুভূমিতে উত্তাপ ছড়ানো নিয়ে মুখ খুললেন অধরা

মরুভূমিতে উত্তাপ ছড়ানো নিয়ে মুখ খুললেন অধরা
অধরা খান

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অধরা খান। ঈদের পরপরই অবকাশ যাপনে উড়াল দেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ঘুরে বেড়ান অধরা। সেখানে গিয়ে শখের বসে কিছু ছবি তোলেন। পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে আবেদনময়ী কিছু ছবি শেয়ার করেন ভ্রমণপ্রিয় এই আলোচিত চিত্রনায়িকা।

ছবিতে এলিগ্যান্ট লুজ কটন লিনেন লং ডিপ নেক ল্যান্টার্ন ফুল স্লিভ ড্রেসে দেখা গেছে অধরাকে। ম্যাট গোল্ডেন কালারের এই ড্রেসটা তিনি আমেরিকার লাসভেগাস থেকে কিনেছিলেন বলে জানিয়েছেন। উরু থেকে গোড়ালি পর্যন্ত খোলা এই ড্রেসের সঙ্গে অধরা পরেছেন স্পোর্টস কেডস। একের পর এক পোজ দিয়ে ছবি তুলে গেছেন মরুর বুকেই।

- Advertisement -

অধরার এইসব ছবি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল তোলপাড় হয়। অনেক গণমাধ্যম তখন সংবাদ প্রকাশ করেন মরুভূমিতে উত্তাপ ছড়াচ্ছেন অধরা খান কিংবা। নেটিজেনরাও এ নিয়ে মজা করতে ছাড়েননি। তবে সে সময় মুখ না খুললেও দেশ রূপান্তরের সঙ্গে সম্প্রতি এ বিষয়ে কথা বললেন,

অধরা খান বলেন, ‘দেখেন নেটিজেনরা নানামত দেন, তারা জাজ করে ফেলেন। আকস্মিক যা মন চায় তাই বলে ফেলেন। এটা নিয়ে গভীরভাবে আমি ভাবিনা। আর গণমাধ্যমের কাছে মনে হয়েছে যে এটা সংবাদ করবে, তারা করেছে। সংবাদকর্মীরা তো যেটাকে সংবাদ উপাত্ত মনে করবে সেটাই তো করবে, এসব নিয়ে আমার প্রতিক্রিয়া নেই। তবে সমালোচকদের নিয়ে বলার আছে।’

তিনি বলেন, ‘পারিবারিক ব্যবসায়ের কারণে বছরে কয়েকবার আমাকে দুবাই যেতে হয়; কিন্তু এবারের সফরটা ছিল আম্মু, আমি এবং প্রবাসী বড় বোন অহনাকে নিয়ে দুবাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানো। বলতে পারেন, সময়টায় আসলে চেষ্টা করেছি একটা ফ্যামিলি ভ্যাকেশন করার।’

আর আমি দুবাইয়ে বেড়াচ্ছি সেখানে মরুভূমিতে গিয়েছি, ডেজার্ট সাফারি পার্কে; কিছু ছবি তো তুলবোই। তুলেছি এবং সেসব আমার সামাজিক মাধ্যমে পোস্ট করেছি। এসব নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছে। এ বিষয় নিয়ে আমি একদম মাথা ঘামাচ্ছি না। ভাবতে পারিনি মোবাইলে ক্যাপচার করা ছবিগুলো এত সুন্দর এবং ভাইরাল হবে।’

অধরার বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরইমধ্যে নতুন একটি ছবির শুটিং করছেন বলে জানা গেছে। তবে সে বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles