29.9 C
Toronto
বুধবার, জুন ১৯, ২০২৪

এক টুকরো পোশাকে উষ্ণতা ছড়ালেন দিশা!

এক টুকরো পোশাকে উষ্ণতা ছড়ালেন দিশা!
দিশা পাটানি

অভিনয়ের থেকে নিজের সাহসী ও খোলামেলা রূপের জন্য বরাবরই আলোচনায় থাকেন দিশা পাটানি। নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যতয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন দিশা। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি।

- Advertisement -

‘মুর্খ’ বলে নিপুণ পুরো চলচ্চিত্র পরিবারকে ছোট করল: মিশা‘মুর্খ’ বলে নিপুণ পুরো চলচ্চিত্র পরিবারকে ছোট করল: মিশা
তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। এক টুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। তার সেই খোলামেলা ছবি ভক্তরাও বেশ পছন্দ করেছেন। নানা মন্তব্যে কমেন্টবক্স ভাসিয়েছেন।

সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে ফের একবার নাম জড়িয়েছে দিশার। ‘বড় মিয়া ছোট মিয়া’র প্রমোশনেও দেখা গেছে তাকে। ফলে এই দুই তারকার প্রেমের গুঞ্জন নতুন করে আবারও ডালপালা মেলেছে।

ভোটে জিতলে বলিউড ছাড়বেন কঙ্গনাভোটে জিতলে বলিউড ছাড়বেন কঙ্গনা
উল্লেখ্য, বলিউডে এখন পর্যন্ত বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন দিশা পাটানি। এর মধ্যে ‘এম এস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি, বাঘি ২, এক ভিলেন রিটার্নস’ অন্যতম।

- Advertisement -

Related Articles

Latest Articles