14.1 C
Toronto
বুধবার, মে ২৯, ২০২৪

যেদিন আমাকে ভালোবাসা বন্ধ করবে, সেদিনই আমার শেষ- সালমানের চিঠি

যেদিন আমাকে ভালোবাসা বন্ধ করবে, সেদিনই আমার শেষ- সালমানের চিঠি
সালমান খান

যেদিন আমাকে ভালোবাসা বন্ধ করবে, সেদিনই আমার শেষ- সালমানের চিঠি
সালটা ১৯৯০। বলিউড ভাইজান সালমান খানের অভিনয় ক্যারিয়ারের কেবল শুরু। সেসময় নিজের হাতে একটি চিঠি লিখেছিলেন অভিনেতা। দীর্ঘ সেই চিঠিতে ছিল তার আন্তরিক অভিব্যক্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই চিঠি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিঠির গল্প। যেখানে সালমান খান লিখেছেন, ‘যেদিন আমাকে ভালোবাসা বন্ধ করে দেবে…সেদিনই আমার শেষ।’

- Advertisement -

কিন্তু কার উদ্দেশ্যে এই ভালোবাসার কথা লিখেছিলেন তিনি? এটা কী সালমান খানের লেখা কোনো প্রেমপত্র? হ্যাঁ, প্রেমপত্র তো বটেই। তবে নির্দিষ্ট একজন কোনো প্রেমিকার উদ্দেশে নয়। সালামন এই চিঠি লিখেছিলেন তার দর্শকদের উদ্দেশে।

১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত চলচ্চিত্র ‌‘ম্যায়নে পেয়ার কিয়া’। সালমান-ভাগ্যশ্রী জুটির এই সিনেমা হয়েছিল সুপারহিট। দর্শকদের ভালোবাসা দেখে অভিভূত হয়েছিলেন সালমান। জানা যায়, এরপরই চিঠিটা লিখেছিলেন ভাইজান।

- Advertisement -

Related Articles

Latest Articles