10.5 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

রান্না ভালো না হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিল স্বামী

রান্না ভালো না হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিল স্বামী - the Bengali Times
আহত নারী

ভালো করে মুরগির মাংস রান্না করতে না পারায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিল পাষণ্ড স্বামী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়- একজন নারী উপর থেকে নিচের রাস্তায় পড়ছেন। সিসিটিভির ফুটেজে বিষয়টি ধরা পড়ে।

- Advertisement -

গত ৯ মার্চ পাকিস্তানের লাহোরের নোনারিয়ান চকের শালিমার রোডের কাছে এমন ঘটনা ঘটে। ওই মহিলার নাম মরিয়ম। পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ঘটনার নিন্দা করে তার স্বামীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় পুলিশ মামলা করেছে, ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, মুরগির মাংস ঠিকমতো রান্না না করতে পারায় শ্বশুরবাড়ির লোকজন ওই নারীকে মারধর করে, আর জানালা দিয়ে ফেলে দিয়েছিলেন তার স্বামী।

ওই নারী রাস্তায় পড়ে যাওয়ার পর প্রতিবেশীরা তাকে সাহায্য করতে এগিয়ে যান। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত।

- Advertisement -

Related Articles

Latest Articles