14.3 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার
র‌্যাপার ও প্রযোজক লিল জন

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার ও প্রযোজক লিল জন। গতকাল এই তথ্য জানায় তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ।

জানা গেছে, জন গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদ পরিদর্শন করেন এবং অনেক মানুষের সামনে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, মসজিদের ইমামের নির্দেশনায় প্রথমে আরবি ও পরে ইংরেজিতে কালেমা পাঠ করেন জন।

- Advertisement -

১৯৭২ সালে জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন জন। তার আসল নাম জোনাথন এইচ স্মিথ। ২০০০-এর দশকের গোড়ার দিকে হিপহপ ঘরানার গানের জন্য খ্যাতি অর্জন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দশ লক্ষেরও বেশি অনুসারী তার। জনের সর্বশেষ অ্যালবামটি বেশ সাড়া পেয়েছে।

লিল জন দ্বিতীয় বিখ্যাত আমেরিকান, যিনি রমজানের প্রথম সপ্তাহে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন আমেরিকান লেখক এবং অ্যাক্টিভিস্ট শন কিং।

- Advertisement -

Related Articles

Latest Articles