6.6 C
Toronto
রবিবার, এপ্রিল ২১, ২০২৪

‘মেসিই তো তোমাকে মেরেছে কিছু হয়নি’

'মেসিই তো তোমাকে মেরেছে কিছু হয়নি'
লিওনেল মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) সকালে অরল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টার মায়ামির শেষ মুহূর্তের খেলা চলছিল। মায়ামি তখন ৫–০ গোলে এগিয়ে। ম্যাচের এমন পরিস্থিতিতে প্রতিপক্ষ বক্সের বাইরে ফ্রি কিক পায় মায়ামি। ফ্রি-কিক নিতে আসেন মেসি। কিন্তু মেসির সেই শট চলে যায় বার উঁচিয়ে।

তবে ম্যাচটি শেষ হওয়ার পর এক ভিডিওতে দেখা যায় ভিন্ন চিত্র। মেসির সেই শটে বলটি বেশ গতিতে মায়ামির চেস স্টেডিয়ামের গ্যালারিতে থাকা এক শিশুর গায়ে গিয়ে আঘাত করে।

- Advertisement -

বল লাগার পর সবাই জড়ো হয়ে শিশুটির খোঁজ নেয়। কোথাও ব্যথা লেগেছে কি না, জানার চেষ্টা করেন।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে শিশুটিকে উদ্দেশ্য করে তার বাবাকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে প্রিয়। মেসিই তো তোমাকে আঘাত করেছে। কোনো সমস্যা নেই। কিছু হয়নি।’

এমন কথা পর পরিস্থিতি শান্ত হয়ে আসে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে শুরু হয়েছে হাস্যরস।

ভাইরাল ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরাও বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘মেসি গোল করতে চায়নি, সে চেয়েছিল বলটা শিশুটাকে দিতে।’

অনেকে আবার শিশুটির অভিভাবকদের আরও সতর্ক থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেছেন।

মায়ামির ৫ গোলে জেতা ম্যাচে মেসি করেন জোড়া গোল।

মায়ামির পরের ম্যাচ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে। তাদের প্রতিপক্ষ ন্যাশভিলে।

- Advertisement -

Related Articles

Latest Articles