20.9 C
Toronto
মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪

জীবনের প্রথম সাক্ষাৎকারে যা বলেছিলেন মেসি

জীবনের প্রথম সাক্ষাৎকারে যা বলেছিলেন মেসি
১৩ বছর বয়সের সেই মেসি

সময়টা ২০০০ সালের সেপ্টেম্বর। লিওনেল মেসির চিকিৎসার দায়িত্ব নিতে রাজি হয় বার্সেলোনা। আর্জেন্টিনার রোজারিওর নিউয়েলস থেকে বাবার আঙ্গুলে হাত রেখে স্পেনের বিমান ধরবেন ১৩ বয়সী মেসি। তার ঠিক পূর্বমুহূর্তে আর্জেন্টাইন গণমাধ্যম দৈনিক ক্যাপিটালে এক সাক্ষাৎকার দেন তিনি। দুই যুগ পর সেই সাক্ষাৎকারটি আবারও প্রকাশ করেছে সংবাদপত্রটি। বলা যায় এটাই ফুটবল মহাতারকার প্রথম কোনো সাক্ষাৎকার।

স্প্যানিশ ভাষার সেই সাক্ষাৎকারে মেসি বলেছিলেন নিজের জীবনের লক্ষ্যের কথা। জানিয়েছিলেন একদিন জাতীয় দলে খেলতে চান। তার ২২ বছর পর কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে আর্জেন্টিনার নাম আবারও জগৎসভার শ্রেষ্ঠ আসনে নিয়ে গেছেন। সেই সাক্ষাৎকারের পুরোটাই তুলে ধরা হলো দেশ রূপান্তরের পাঠকদের জন্য।

- Advertisement -

প্রশ্ন: তোমার আদর্শ কে?

মেসি: দুজন। একজন আমার বাবা হোর্হে ও অন্যজন আমার গডফাদার ক্লদিও।

একজন টেকনিশিয়ান: ঐ দুজনই। ফুটবল খেলার যত কৌশল আমার, সব তাদের কাছ থেকেই শিখেছি।

একজন প্রশিক্ষক: পাবলো সানচেজ।

একজন খেলোয়াড়: নাহ দুইজন, আমার ভাই এবং আমার চাচাতো ভাই।

একটি দল: নিওয়েলস।

একটি শখ: গান শোনা।

যে ঘরনার সংগীত পছন্দের: কোয়ার্টেট এবং কুম্বিয়া।

একটি টিভি প্রোগ্রাম: স্কুপস।

একটি বই: বাইবেল।

একটি চলচ্চিত্র: ‘কেয়ারফুল’ ও ‘লুস বেবি’।

অন্যান্য খেলা: হ্যান্ডবল।

একটি মডেল: নিকোল নিউম্যান।

এক খাবার: সস সঙ্গে মুরগি।

বিষয়ঃ ভাষা।

একটি অধ্যয়ন: শারীরিক শিক্ষা শিক্ষক।

লক্ষ্য একটাই: হাইস্কুল শেষ করা;

একটি লক্ষ্য: প্রথমে পৌঁছানো;

আনন্দ: যখন আমরা ১০ তারিখ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম।

একটি দুঃখ: আমার দাদীর মৃত্যু।

একটি বিভ্রম: নিওয়েলসের হয়ে প্রথমবার খেলতে নামা।

একটি স্মৃতি: যখন দাদী আমাকে প্রথমবারের মতো ফুটবল খেলতে নিয়ে গিয়েছিলেন।

স্বপ্ন: জাতীয় দলে খেলা।

একটি উপাখ্যান: যখন আমরা পেরু ভ্রমণ করেছি এবং চ্যাম্পিয়ন হয়েছি।

নম্রতা: যা মানুষের কখনই হারাতে হবে না।

যুব দল: আমি তাদের সাথে যোগ দিতে চাই; এ বছর প্রত্যাশা আবারও চ্যাম্পিয়ন হওয়া।

পরিবার: আমার বাবা জর্জ, আমার মা সেলিয়া এবং আমার ভাই রদ্রিগো, নাটালিয়া এবং মারিসোল;

বন্ধুরা: ঈশ্বরকে ধন্যবাদ যে আমার অনেক ভাল আছে, তাদের নাম বলতে গেলে কিছু ভুলে যাওয়া।

নিওয়েলস আপনার জীবনে কী প্রতিনিধিত্ব করে?: সবকিছু।

- Advertisement -

Related Articles

Latest Articles