8.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রেইনট্রি ধর্ষণ মামলার রায়; বিচারক কামরুন্নাহারকে এজলাসে না বসার নির্দেশ প্রধান বিচারপতির

রেইনট্রি ধর্ষণ মামলার রায়; বিচারক কামরুন্নাহারকে এজলাসে না বসার নির্দেশ প্রধান বিচারপতির - the Bengali Times
ফাইল ছবি

ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা: কামরুন্নাহারকে এজলাসে না বসার নির্দেশ প্রধান বিচারপতির। আদালত থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।

- Advertisement -

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিচারক বেগম কামরুন্নাহার কে সকাল সাড়ে নয়টা থেকে আদালতে না বসার নির্দেশ।

৭২ ঘন্টার পর ধর্ষণ মামলা নেয়া যাবে না এমন পর্যবেক্ষণ দিয়েছিলেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার।

দেশে আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে অভিযুক্ত পাঁচ আসামিকেই খালাস দিয়েছেন বিচারপতি বেগম মোছা. কামরুন্নাহার। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, ‘৭২ ঘন্টা পর ধর্ষণের আলামত পাওয়া যায় না, পুলিশ যেন ৭২ ঘন্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয়।’

বিচারপতির এমন বক্তব্য অসাংবিধানিক বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসাথে ওই বিচারকের পাওয়ার সিজ (ক্ষমতা কেড়ে নেওয়া) করতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles