20.4 C
Toronto
বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪

স্ত্রী জানতেন স্বামী বিমান বাহিনীতে চাকরি করেন, অথচ তিনি পেশাদার চোর

স্ত্রী জানতেন স্বামী বিমান বাহিনীতে চাকরি করেন, অথচ তিনি পেশাদার চোর
প্রতীকী ছবি

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। সেখানে বছরের পর বছর স্ত্রীর কাছে পেশা লুকিয়ে ইন্দ্রকুমার মালি নামের এক ব্যক্তি চুরির মতো কাজ করে গেছেন। কিন্তু তার স্ত্রী জানতেন স্বামী বিমান বাহিনীতে চাকরি করেন। স্ত্রী যেন কোনোভাবেই সন্দেহ না করে এজন্য নকল ‘ইউনিফর্ম’, নকল পরিচয়পত্র। শেষ পর্যন্ত বিমানবাহিনীর দপ্তর থেকে থেকে জুতা চুরি করার সময় ধরা পড়েন স্বামী।

পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সি ইন্দ্র ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। গত তিন বছর ধরে তিনি উত্তরাখণ্ডের হালদাওনি এলাকায় বসবাস করেন। নিজের পেশা সম্পর্কে স্ত্রীকে মিথ্যা কথা বলেছেন ইন্দ্র। মিথ্যা পরিচয় নিয়ে বেঁচে থাকার জন্য চুরি করতেও হাত কাঁপেনি তার।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি বরৌলির বিমানবাহিনীর দপ্তর থেকে জুতা চুরি করতে গিয়ে ধরা পড়েন তিনি। পুলি‌শ জানায়, বিমানবাহিনীর কর্মকর্তাদের নকল ‘ইউনিফর্ম’ পরে দপ্তরে প্রবেশ করেছিলেন ইন্দ্র। কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে ‘ইউনিফর্ম’ না পরার কারণে তা নজরে আসে ওই দপ্তরের এক কর্মকর্তার। ইন্দ্রের পরিচয়পত্র মিলিয়ে দেখার সময় জানা যায় তা নকল। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ওই কর্মকর্তা।

ঘটনাস্থলে পৌঁছে ইন্দ্রের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, তিনটি ভুয়া আধার কার্ড, তিনটি এটিএম কার্ড, দু’টি মোবাইল ফোন এবং পাঁচটি সিম কার্ড উদ্ধার করে পুলিশ। বিমান বাহিনীর প্রতীক লাগানো একটি গাড়িও উদ্ধার করা হয় ইন্দ্রের কাছ থেকে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করায় ইন্দ্র জানান, স্ত্রীকে মিথ্যা কথা বলেছেন। মিথ্যা পরিচয় দিয়েছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles