8.4 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

জলবায়ু অর্থায়নের ২০% জীববৈচিত্র রক্ষায় সংরক্ষিত

জলবায়ু অর্থায়নের ২০% জীববৈচিত্র রক্ষায় সংরক্ষিত - the Bengali Times
পরিবেশ মন্ত্রী স্টিভেন গিলবোল্ট

উন্নয়নশীল দেশগুলোর জন্য আগামী পাঁচ বছর কানাডা ৫৩০ কোটি ডলার জলবায়ু অর্থায়নের যে প্রতিশ্রুতি দিয়েছে তার অন্তত ২০ শতাংশ সংরক্ষিত থাকবে জীববৈচিত্রের ক্ষতি হ্রাসে। কানাডার পরিবেশ মন্ত্রী স্টিভেন গিলবোল্ট এ কথা জানিয়েছেন।
কপ ২৬ সম্মেলনে শনিবার দেওয়া বক্তৃতায় গিলবোল্ট এই প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্রের ক্ষতি প্রশমনে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। কারণ এগুলো র্পসপর সম্পর্কযুক্ত। জলাভুমি এবং কার্বনসমৃদ্ধ প্রাকৃতিক এলাকা সংরক্ষণে প্রকৃতিভিত্তিক সমাধান অবলম্বনে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মধ্য দিয়ে উভয় লক্ষ্যই পূরণ হবে।
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য অর্জনে কি করতে সে ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে ১৪ দিনব্যাপী কপ২৬ সম্মেলন ১২০টির বেশি দেশের নেতাদের এক জায়গায় জড়ো করে। একাধিক লক্ষ্য বাস্তবায়নে নিয়ম তৈরিতে সম্মেলনে অংশগ্রহণকারীদের গলদঘর্ম হতে হয়। বিশেষ করেএ শতাব্দির শেষ দিকে বৈশি^ক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি রাখতে গ্রিনহাউজ গ্যাস কমানোর বিষয়ে।

- Advertisement -

Related Articles

Latest Articles