9.5 C
Toronto
বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

সাবেক স্ত্রীকে অন্যের চুমু, হতবাক হৃতিক!

সাবেক স্ত্রীকে অন্যের চুমু, হতবাক হৃতিক!
ছবি সংগৃহীত

১৪ বছরের দাম্পত্যে ইতি টেনে সাবা আজাদের সঙ্গে প্রেমে জড়িয়েছেন হৃতিক রোশন। অন্যদিকে, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের জীবনে এসেছে নতুন পুরুষ আরসালান। আলাদা আলাদা ভাবে দিব্যি রয়েছেন হৃতিক ও সুজান। আর সেই ভালো থাকার প্রমাণ দিলেন সুজান, তাও আবার সোশ্যালে।

১৯ ডিসেম্বর প্রেমিক আরসালানের জন্মদিনে, প্রেমিকের সঙ্গে সারাটাদিন কাটিয়েছেন সুজান। প্রেমিকের ঠোঁটে ঠোঁট রেখে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী। আর সেই ছবি চোখে পড়েছে হৃতিকের। প্রাক্তন স্ত্রীর এমন ছবি দেখে চুপ থাকেননি হৃতিক। ছবি নিচে মন্তব্য করে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে ব্রো, হ্যাপি বার্থডে আরসালান’।

- Advertisement -

বিগ বসের প্রতিযোগী আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে বহুদিন ধরেই বন্ধুত্ব সুজানের। এমনকী, সুজান ও আরসালানকে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। তবে সেভাবে আরসালানের প্রতি প্রেম প্রকাশ্য়ে আনেননি সুজান। এই প্রথম চুম্বনের ছবি শেয়ার করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles