21.3 C
Toronto
রবিবার, জুন ১৬, ২০২৪

এই ছুটির মৌসুমে কম খরচের পরিকল্পনা করছেন অন্টারিওবাসীরা

এই ছুটির মৌসুমে কম খরচের পরিকল্পনা করছেন অন্টারিওবাসীরা
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ অনুভব করতে থাকায় অন্টারিওর অনেকেই এবারের ছুটির মৌসুমে খরচ কমানোর পরিকল্পনা করছেন অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ অনুভব করতে থাকায় অন্টারিওর অনেকেই এবারের ছুটির মৌসুমে খরচ কমানোর পরিকল্পনা করছেন। অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
সমীক্ষায় দেখা গেছে, প্রতি পাঁচজনের মধ্যে একজন কানাডিয়ান সামনের মাসে পূর্ববর্তী বছরগুলোর একই মাসের তুলনায় কম খরচের পরিকল্পনা করছেন। অন্টারিওতে সংখ্যাটি আরও বেশি। সমীক্ষায় অংশ নেওয়া ৩৬ শতাংশ কানাডিয়ান এ বছর ছুটির মৌসুমে খরচ কমানোর পরিকল্পনা করছেন।
ইনস্টিটিউট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, হলিডে কেনাকাটার মৌসুম আসন্ন। কিন্তু উচ্চ মূল্যস্ফীতি হলিডের আনন্দ মাটি করে দিচ্ছে।

সমীক্ষায় অংশ নেওয়া ৫৮ শতাংশ অন্টারিওবাসী গ্রোসারি খরচ বেড়ে যাওয়ায় পরিবারের জন্য খাবার জোগাড় করাকে কঠিন বা খুবই কঠিন মনে করছেন। আবাসনের ক্ষেত্রে সমীক্ষায় অংশ নেওয়া ৪৫ শতাংশ অন্টারিওবাসী এই ব্যয় নির্বাহকে কঠিন বা খুবই কঠিন বলে মনে করছেন। তবে ৫১ শতাংশ একে সহজ বা ব্যবস্থা করা সম্ভব বলে মত দিয়েছেন।

- Advertisement -

পরিবারের ঋণকে উদ্বেগের প্রধান কারণ হিসেবে মন্তব্য করেছেন সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৩০ শতাংশ অন্টারিওবাসী। তবে একে উদ্বেগের অপ্রধান কারণ বলেছেন ৩৭ শতাংশ অন্টারিওবাসী।
গত কয়েক মাস যাবৎ প্রদেশের বাসিন্দারা বিভিন্ন পন্থায় খরচ কমাচ্ছেন। এর মধ্যে অনাবশ্যক ব্যয় কমিয়ে খরচ সাশ্রয় করছেন ৬৮ শতাংশ অন্টারিওবাসী। এ ছাড়া বড়দিনের প্রস্তুতিতে খরচ কম করছেন ৫৬ শতাংশ এবং প্রধান কেনাকাটাগুলো পিছিয়ে দিয়ে ব্যয় সাশ্রয়ের চিন্তা করছেন ৪৬ শতাংশ অন্টারিওবাসী।

অনুদান বা দাতব্য প্রতিষ্ঠানে অবদান কমিয়ে ব্যয় সাশ্রয় করছেন বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৩৯ শতাংশ অন্টারিওবাসী। পরিকল্পিত ভ্রমণ বাতিল বা বিলম্বিত করার মধ্য দিয়ে ব্যয় সাশ্রয় করছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩৪ শতাংশ অন্টারিওবাসী।

সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৪৬ শতাংশ অন্টারিওবাসী এক বছর আগের তুলনায় আর্থিক অবস্থা খারাপ বলে মন্তব্য করেছেন। অবস্থা একইরকম রয়েছে বলে মত দিয়েছেন ৪১ শতাংশ অন্টারিওবাসী। তবে অবস্থা এক বছর আগের চেয়ে ভালো হওয়ার কথা জানিয়েছেন ১২ শতাংশ।

আর্থিক অবস্থা আগামীতে আরও খারাপ হবে বলে ধারণা করছেন সমীক্ষায় অংশ নেওয়া ৩৩ শতাংশ অন্টারিওবাসী। অবস্থা এর চেয়ে ভালো হওয়ার প্রত্যাশা করছেন ১৯ শতাংশ উত্তরদাতা এবং আর্থিক অবস্থা সামনের দিনেও একইরকম থাকবে বলে জানিয়েছেন ৩৭ শতাংশ। এ ব্যাপারে নিশ্চিত নন বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ১১ শতাংশ অন্টারিওবাসী।

দৈবচয়নভিত্তিতে ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রাপ্তবয়স্ক ২ হাজার ১৬৪ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালানো হয়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles