16.1 C
Toronto
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

পাপমুক্ত হতে গঙ্গায় সানি লিওন, নেটিজেনদের কটাক্ষ

পাপমুক্ত হতে গঙ্গায় সানি লিওন, নেটিজেনদের কটাক্ষ
বলিউড অভিনেত্রী সানি লিওন

বলিউড অভিনেত্রী সানি লিওন এখনও অতীত পেছনে ফেলতে পারেননি। প্রায়সময়েই নানা কারণে পর্ন তারকা উপাধিতে কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি তেমনি কিছুর শিকার হলেন এই অভিনেত্রী। নেটিজেনরা বলছেন পাপমুক্ত হতে গঙ্গায় গেছেন সানি লিওন।

সহ-অভিনেতা অভিষেক সিংয়ের সঙ্গে বারাণসীতে পূজা দিতে গিয়েছিলেন সানি। এ সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ। সেখানে সালোয়ারের ওড়না দিয়ে মাথা ঢেকে গঙ্গারতি করেন তিনি। আর এতেই ঘটে বিপত্তি।

- Advertisement -

সানি লিওনকে গঙ্গার পাশে নেটিজেনরা একদমই ভালোভাবে নিতেই পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মুহূর্তের ভিডিও প্রকাশ পেতেই তাকে নিয়ে সমালোচনায় মেতে ওঠেন তারা।
একজন লিখেছেন, সবাইকে দিয়ে পাপ করিয়ে নিজে এখন পাপ ধুতে গঙ্গায় হাজির হয়েছে। যদিও সানি লিওনকে এসবের কোনো মন্তব্যরই জবাব দিতে দেখা যায়নি। কারণ এমন অপ্রীতিকর ঘটনা তার জন্য নতুন নয়। প্রতিবারই নিশ্চুপ থেকে নিন্দুকদের সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles