4 C
Toronto
বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

অপুর ছোটবোন পূজা, মেজ তমা, সেজ পরীমণি

অপুর ছোটবোন পূজা, মেজ তমা, সেজ পরীমণি
অপুর ছোটবোন পূজা মেজ তমা সেজ পরীমণি

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বেশ সখ্য গড়ে উঠেছে চিত্রনায়িকা পরীমণির। পরীমনিকে নিজের বোন বলেও মনে করেন তিনি। এদিকে নতুন আরো দুটি তথ্য জানা গেল। জানা গেল পূজা চেরী ও তমা মির্জার সঙ্গে বিশেষ সখ্যের কথা। তাদের সঙ্গে এমন সম্পর্ক যে মাঝেমধ্যেই সারারাত ফোনে কথা বলেন তারা।

সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের মহড়ায় অনুষ্ঠিত হয়। এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান অপু বিশ্বাস।

- Advertisement -

ঢাকা সিনেমার এই নায়িকা বলেন, পরীমণি মেজ, তমা মির্জা সেজ ও পূজা চেরী আমার ছোট বোন। আমার বোনগুলো সুন্দর, তাই আমিও সুন্দর।

অপু আরও বলেন, আমরা একে অপরের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি। ফোনে কথা হয়। ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় বিধায় সম্পর্কটাও সুন্দর আছে।

পাশে থাকা পূজা চেরী বলেন, আমি অপু দিদির ছোট বোন। আমরা প্রথমবারের মতো একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছি।

পূজা চেরী সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘নূরজাহান’ সিনেমায় পূজা যা অভিনয় করেছে, তা হয়তো আমিও করতে পারতাম না। একজন পরিপূর্ণ নায়িকার সংজ্ঞা বলতে গেলে আমি পূজা চেরির কথাই বলব।

- Advertisement -

Related Articles

Latest Articles