2 C
Toronto
শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

ক্রুসেড যোদ্ধার তলোয়ার উদ্ধার

ক্রুসেড যোদ্ধার তলোয়ার উদ্ধার

এক হাজার বছরের পুরনো একটি তলোয়ার পাওয়া গেছে ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের একটি মাঠ থেকে। মাঠের মালিক ময়লার স্তূপের নিচে তলোয়ারটি খুঁজে পান।

- Advertisement -

তলোয়ারটি সম্পূর্ণ মরিচা ধরা এবং মাঝখান থেকে অগ্রভাগ আংশিক বাঁকানো। মাঠের মালিক স্থানীয় প্রত্নতাত্ত্বিকদের বিষয়টি তাত্ক্ষণিকভাবে অবহিত করেন।

পরে গবেষকরা রেডিওকার্বন পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষা করে তলোয়ারটি ১০৫০ থেকে ১১৫০ খ্রিস্টাব্দ বা সুইডিশ ক্রুসেডের সময়ের বলে জানান। একাদশ শতকের শেষ দিকে শুরু হয়ে ত্রয়োদশ শতক পর্যন্ত মুসলিম ও ইউরোপীয় খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন পর্যায়ে সংঘটিত ধর্মযুদ্ধগুলোকে ক্রুসেড বলা হয়।

বর্তমান সুইডেনের দখলের জন্য রোমান ক্যাথলিক চার্চ ও সুইডেনের যুবরাজের মধ্যেও সুইডিশ ক্রুসেড সংঘটিত হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে, তলোয়ারটি কোনো সুইডিশ ক্রুসেড যোদ্ধার ছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles