20.9 C
Toronto
শনিবার, জুন ২২, ২০২৪

মিরপুরে ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি

মিরপুরে 'ভুয়া ভুয়া' বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি
সাকিব আল হাসান

দেশের মাটিতে এমন কিছু হয়ত কখনোই শোনা হয়নি সাকিব আল হাসানের। এর আগে বহুবারই বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে কখনোই দর্শকদের একতরফা রোষের মুখে পড়তে হয়নি তাকে। এবারই হয়ত এমন নেতিবাচক অবস্থানে আছেন সাকিব। যার প্রমাণ দেখা গেল মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।

মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেছেন দেশের পথ। নিজের রানখরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে এসেছিলেন টাইগার অধিনায়ক। গতকাল বুধবার অনুশীলন করেছেন। ছিলেন আজ সকালেও।

- Advertisement -

প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব। ‘ভুয়া ভুয়া’ বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

- Advertisement -

Related Articles

Latest Articles