11.6 C
Toronto
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে ৬ শ্রমিকের মৃত্যু

জিম্বাবুয়েতে সোনার খনি ধসে ৬ শ্রমিকের মৃত্যু - the Bengali Times

জিম্বাবুয়ে একটি সোনার খনি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। এসময় আটকা পড়েছেন আরও ১৫ জন। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জিম্বাবুয়ের পশ্চিম ম্যাশোনাল্যান্ড প্রদেশের চেগুতু শহরের বে হর্স সোনার খনিতে এ ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয় সময় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে খনি ধসে আটকা পড়েন ৩০ জনেরও বেশি মানুষ। ১৩ জন খনি শ্রমিক বেরিয়ে আসতে পেরেছেন কিংবা তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

টেলিভিশন চ্যানেল জেডবিসি জানায়, যারা খনির ভেতরে আটকা পড়েছেন, তাদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশন বলেছে, তাদের মহাসচিব ও চেগুতু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থলে যাবেন এবং সেখানে ঘটনার কারণ জানার চেষ্টা করবেন।

জিম্বাবুয়েতে সোনা, প্ল্যাটিনাম ও হীরার বিশাল মজুত রয়েছে। দেশটিতে এমন খনি ধসের ঘটনা নতুন নয়। ২০১৯ সালে জিম্বাবুয়েতে খনি দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়। খনি থেকে এসব মূল্যবান ধাতু উত্তোলনের পদ্ধতি খুবই কাঁচা এবং এক্ষেত্রে নিরাপত্তার মানদণ্ডগুলোকে অনেকটাই উপেক্ষা করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles