6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইসরাইলের অত্যাচারে ধ্বংস এক ফিলিস্তিনির জীবনের গল্প

ইসরাইলের অত্যাচারে ধ্বংস এক ফিলিস্তিনির জীবনের গল্প - the Bengali Times
মাজদি হুসেইন আল কুবাইসি

ইসরাইলের কারাগারে ১৯ বছর বন্দিজীবন কাটিয়ে একজন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে। তারা জানায়, বৃহস্পতিবার( ৪ নভেম্বর) মাজদি হুসেইন আল-কুবাইসি নামের ওই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়। পার্সটুডে জানায়, ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা ২০০২ সালের নভেম্বর মাসে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের নিকটবর্তী আবওয়েইন গ্রাম থেকে তাকে ধরে নিয়ে যায়।

মাজদিকে গ্রেফতারের বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ ওই দাবি করেছিল, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের সদস্য ছিলেন মাজদি। তারা আরও দাবি করেন মাজদি ইহুদি বসতি স্থাপনকারীর গাড়িতে হামলা চালিয়েছিলেন।

- Advertisement -

পার্সটুডে জানায়, গ্রেফতারের পর মাজদিকে দুই মাস রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তার ওপর অমানুষিক নির্যাতন চালায় ইসরাইলি সেনারা।

এদিকে পার্সটুডে আরও জানায়, পশ্চিম তীরের বিরজেইত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন মাজদি। গ্রেফতারের পর আর পড়াশোনা করা সম্ভব হয়নি।

শুধু তাই নয় মাজদির পরিবারের সদস্যরা কয়েক বছর তার সঙ্গে দেখা করতে পারেননি। বর্তমানে বিনা বিচারে ও বিনা অভিযোগে ইসরাইলের কারাগারে অন্তত ৭,০০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন বলে জানিয়েছে পার্সটুডে।

- Advertisement -

Related Articles

Latest Articles