21.1 C
Toronto
সোমবার, সেপ্টেম্বর 25, 2023

‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না’

‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না’
সাদিয়া জাহান প্রভা

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সক্রিয় জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিশেষ করে ইনস্টাগ্রামে নিয়মিতই পাওয়া যায় এই অভিনেত্রীকে। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই হাজির হন তিনি।

তারই ধারাবাহিকতায় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলেন প্রভা। তাতে পরিবারের সদস্যদের সঙ্গে প্রভাকে আনন্দঘন মুর্হূত কাটাতে দেখা গেছে। তবে ভিডিওর নেপথ্য কণ্ঠের কথাগুলো বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। যেখানে পুরুষ কণ্ঠে বলতে শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’

- Advertisement -

ভিডিও’র ক্যাপশনে প্রভা লিখেছেন ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না। কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’

ভিডিওতে প্রভার লুক দেখে প্রশংসা করছেন অনেকেই। আবার পুরুষ কণ্ঠের কথাগুলোও অনেকেই সমর্থন করছে আবার কেউ দিচ্ছেন পরামর্শও।

হাসান রাজ নামে একজন লিখেছেন, ‘বিরতি নিন।’ সাইফ লিখেছেন, ‘হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। সম্পর্কে জড়ানো মানেই বিয়ে নয়। সম্পর্ক মানে দুজনকে সুখী হতে হবে।’

অর্পা লিখেছেন, ‘এটি সেরা অনুভূতি।’ মিজান লিখেছেন, ‘আপনার জীবন, আপনার সিদ্ধান্ত।’ সজল লিখেছেন, ‘একা থাকতে পারাটাই ভালো।’ এমন অসংখ্য মন্তব্য পড়েছে তার ভিডিও ঘিরে।

- Advertisement -

Related Articles

Latest Articles