17.4 C
Toronto
মঙ্গলবার, সেপ্টেম্বর 26, 2023

গাছপালায় ভরে উঠবে থর মরুভূমি, কেন হবে এমনটা

গাছপালায় ভরে উঠবে থর মরুভূমি, কেন হবে এমনটা

মরুভূমি গাছগাছালিতে ভরে উঠেছে। তাতে ফুটছে ফুল, ফল ফলছে। এমন দৃশ্য কখনও কল্পনা করেছেন? কিন্তু এমনটাই হতে চলেছে ভারতের থর মরুভূমিতে। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গেছে।

- Advertisement -

বৃহত্তম মরুভূমির তালিকায় থর মরুভূমি রয়েছে ২০ নম্বর স্থানে। উষ্ণ ক্রান্তীয় মরুভূমি হিসেবে থরের স্থান নবমে। সেই থর মরুভূমিতেই নাকি জন্মাবে গাছগাছালি।

আরও পড়ুন :: দুই স্ত্রীকে নিয়ে সুখের সংসার, ১৫ দিন করে সময় দিচ্ছেন যুবক!

ভারতের রাজস্থান ও পাকিস্তানের পঞ্জাব ও সিন্ধ প্রদেশ জুড়ে রয়েছে থর মরুভূমি। এই তিন জায়গায় মোট ২ লাখ বর্গকিমি অঞ্চল জুড়ে রয়েছে এই মরুভূমি। তবে এখানে গাছগাছালি জন্মাতে পারে এই শতাব্দীর শেষের দিকে।

বিজ্ঞানীদের এমন দাবির কারণ উষ্ণায়ন। উষ্ণায়নের জেরেই জলবায়ুতে পরিবর্তন আসছে। এই বদলের জেরে থর মরুভূমিতে এই শতাব্দীর শেষে গাছপালার দেখা মিলতে পারে।

তবে পৃথিবীর অন্যান্য মরুভূমির অবস্থা এমনটা নয়। যেমন বিজ্ঞানীদের অনুমান, সাহারা মরুভূমির আয়তন আরও ছয় হাজার বর্গকিমি জুড়ে বেড়ে যাবে। উষ্ণায়নের জেরেই সেটা হবে। তবে থর মরুভূমি নিয়ে গবেষণার ফলাফল রীতিমতো চমকে দিয়েছে বিজ্ঞানীদেরও।

- Advertisement -

Related Articles

Latest Articles