18.9 C
Toronto
বুধবার, মে ২২, ২০২৪

লাশের পাশের চিরকুটে লেখা, ‘সে সমকামী… আমরা ইসলামের সৈনিক’

লাশের পাশের চিরকুটে লেখা, ‘সে সমকামী... আমরা ইসলামের সৈনিক’
প্রতীকী ছবি

সাভারে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম গোলাম কিবরিয়া (৪৩)। তিনি সাবেক স্কুল শিক্ষক এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত শুকুর মুন্সির ছেলে। মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

- Advertisement -

লাশের পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি। ভাই ও অবৈধ কাজ করে… আমরা ইসলামের সৈনিক।’

স্থানীয়রা জানায়, গোলাম কিবরিয়া সাভার মডেল স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

কর্মজীবন শেষে তিনি বাসাতেই প্রাইভেট পড়াতেন। তিনি ওই বাসার একটি রুমে একাই থাকতেন বলে জানা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles