12.8 C
Toronto
সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

শাহরুখকে দেখেই মাথা গরম হয়ে যায় জুহি চাওলার

- Advertisement -
শাহরুখ খান ও জুহি চাওলা

বলিউডে শাহরুখ-জুহির বন্ধুত্বের কথা অজানা নয় কারো। একে অপরের বিপদে পাশে থাকেন ছায়ার মতো। শাহরুখপুত্র আরিয়ানের জামিনের সময় জামিনদার হয়েছিলেন জুহি চাওলা। শাহরুখ ভারতীয় সংবাদ মাধ্যমে অনেকবার বলেছেন, বলিউডে তার শুরুর দিকে স্ট্রাগলে পরিবারের পরে তার পাশে ছিলেন জুহি চাওলা। সবসময় সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

প্রথমবার জুহির সঙ্গে শাহরুখের দেখা হয়েছিল ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ সিনেমার শুটিং সেটে। আর সেখানে শাহরুখকে দেখেই ক্ষেপে গিয়েছিলেন জুহি।

‘দ্য কপিল শর্মা’ শোতে এসে জুহি বলেন, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ সিনেমা সাইন করার সময় পরিচালক তাকে বলেন যে , তার বিপরীতে অভিনয় করবেন এক নতুন হিরো যাকে নাকি আমির খানের মতো দেখতে। সেটে গিয়ে শাহরুখকে দেখেই মাথা গরম হয়ে যায় জুহির।

সেই সঙ্গে আরও বলেন, সেটে গিয়ে দেখি আমার নতুন হিরো শাহরুখ, ছোট্ট ব্রাউন কালারের মুখ, চুলের প্রায় চোখ ঢাকা। আমি রেগে গিয়ে পরিচালককে বলি কোন দিক থেকে একে আমির খানের মতো দেখতে। সিনেমা ছেড়ে দেওয়ার কথাও ভাবি কিন্তু তারপর মত বদলাই।

রিল লাইফ থেকে তাদের বন্ধুত্ব চলে গেছে রিয়েল লাইফে। সিনেমার পর্দা থেকে খেলার মাঠ বেশি সময় লাগেনি ব্রাউন কালার চুলের সেই ছেলেটির সঙ্গে বন্ধুত্ব হতে। চুটিয়ে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। জুহি সে সময় ভাবতেও পারেননি, সেই ছেলেটিই এক সময় হয়ে উঠবে বলিউড বাদশা বা কিং খান অথবা কিং অব রোমান্স।

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম হিট জুটি শাহরুখ খান ও জুহি চাওলা। ‘ডর’, ‘বস’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ইয়েস বস’, ‘রাম জানে’-র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এ জুটি। সর্বশেষ “ভূত নাথ’ সিনেমায় একসঙ্গে জুটি বেধেঁছিলেন শাহরুখ ও জুহি চাওলা।

সূত্র: জিনিউজ

Related Articles

Latest Articles