6.3 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়: বিএনপি

নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়: বিএনপি - the Bengali Times
ফাইল ছবি

আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসবে না এবং নির্বাচনেও যাবে না বলে সাফ জানান তারা। মঙ্গলবার ঠাকুরগাঁও ও রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা এসব কথা বলেন।

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সম্প্রদায়িক সহিংসতা ও আগামী নির্বাচন ইস্যুতে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে সমাবেশের আয়োজন করে বিএনপি।

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে। সাম্প্রতিক হামলা আওয়ামী লীগই ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে নির্বাচন ইস্যুতে কোনো আলোচনা করবে না বিএনপি।

এদিকে, রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের সঙ্গে সভা নির্বিঘ্ন করতে পুলিশের সহযোগিতা চাইতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন ঢাকার দুই মহানগরের আহ্বায়ক কমিটি।

- Advertisement -

Related Articles

Latest Articles