28.3 C
Toronto
মঙ্গলবার, অক্টোবর 3, 2023

এক মোটরসাইকেলে ৭ জন, অতঃপর…

এক মোটরসাইকেলে ৭ জন, অতঃপর…
এক মোটরসাইকেলে সাত যুবক চড়ে কেরামতি দেখাচ্ছিলেন

এক মোটরসাইকেলে চড়ে কেরামতি দেখাচ্ছিলেন ভারতের উত্তর প্রদেশের সাত যুবক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পরে ওই যুবকদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

ভিডিওতে দেখা যায়, উত্তরপ্রদেশের হাপুর জেলার কাঠিখেরা এলাকার একটি ব্যস্ত রাস্তায় এক মোটরসাইকেলে সাত যুবক চড়ে কেরামতি দেখাচ্ছিলেন। দুজন বসেছিল মোটরসাইকেলের তেলের ট্যাংকের উপরে। একজনের কাঁধে চড়ে বসেছিল আরেকজন। এভাবে বিপদজনকভাবে তারা রাস্তায় চলছিল। ওই পথে চলমান একটি গাড়ি থেকে গোটা ঘটনা ভিডিও করা হয়।

- Advertisement -

বিষয়টি নিয়ে বিস্তারিত টুইট করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সেখানে বলা হয়, যুবকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওই সাত যুবককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

- Advertisement -

Related Articles

Latest Articles