27.8 C
Toronto
শনিবার, জুলাই ১৩, ২০২৪

সৃজিতের কাছে প্রকাশ্যেই যে আবদার করেন স্বস্তিকা

সৃজিতের কাছে প্রকাশ্যেই যে আবদার করেন স্বস্তিকা
<br >সৃজিত মুখার্জি ও স্বস্তিকা মুখার্জি সংগৃহীত ছবি

একসময় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির প্রেমে পড়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জি। তখন সেই খবরে সরগরম ছিল টলিউড।

শোনা যায়, স্বস্তিকার সঙ্গে সময় কাটাতে পরিচালক কলকাতা থেকে শান্তিনিকেতনও চলে গিয়েছিলেন। সেসময় শান্তিনিকেতনে শুটিং করছিলেন নায়িকা।

- Advertisement -

তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। জাতিশ্বর ছবির মুক্তির পরেই তাদের সম্পর্কে ফাটল ধরে। এমনকি ছবির প্রচারেও দেখা যায়নি স্বস্তিকাকে। এরপর যে যার জীবনে এগিয়ে গেছেন।

তবে কয়েক বছর পরে সেই বিচ্ছেদ ঠেলে ফের তারা এক হন। এমনকি তিক্ততা ভুলে একসঙ্গে ছবিও করেছেন তারা। সৃজিতের শাহজাহান রিজেন্সি ছবিতে মৃণালিনীর চরিত্রে নজর কাড়েন স্বস্তিকা।

সেই সময় সৃজিত জানিয়েছিলেন, স্বস্তিকার কথা ভেবেই সেই চরিত্র লেখেন তিনি। স্বস্তিকাও রাজি হয়ে যান। তাদের মধ্যে এখন বন্ধুত্বের সম্পর্ক।

সেই বন্ধুত্বের খাতিরেই সৃজিতের কাছে আবদার করেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সৃজিতের পোস্ট দেখেই কমেন্ট করেন স্বস্তিকা।

সোশ্যাল মিডিয়ায় সৃজিতের কাছে আবদার করে বসেন অভিনেত্রী। কিন্তু কী চাইছেন পরিচালকের কাছে?

জানা গেছে, বিরসা দাশগুপ্তের সঙ্গে একটি পার্টির ছবি পোস্ট করেন সৃজিত। সেখানে সৃজিতের পরনে একটি সাদা কালো কার্টুন প্রিন্টের কুর্তা। তা দেখেই স্বস্তিকা লেখেন, “এটা কী আবোল তাবোল জামা? যদি হ্যাঁ হয়, তাহলে আমারও একটা চাই।”

- Advertisement -

Related Articles

Latest Articles