0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

অপমানে ১০ রাত ঘুমাতে পারেননি অভিনেত্রী

অপমানে ১০ রাত ঘুমাতে পারেননি অভিনেত্রী - the Bengali Times
সালমান খান ও হেমা শর্মা

পুরনো ঘটনার কারণে আবারও নিরাপত্তারক্ষীদের কারণে বিতর্কের মুখে পড়লেন বলিউড ভাইজান সালমান খান। সম্প্রতি ‘দাবাং থ্রি’ ছবির সালমানের সহ-অভিনেত্রী হেমা শর্মা বিস্ফোরক অভিযোগ এনেছেন সালমান খানের দেহরক্ষীদের বিরুদ্ধে। তবে শুধুই দেহরক্ষী নয়। হেমার অভিযোগ সালমান সব কিছু জেনেও চুপ ছিলেন।

এক সাক্ষাৎকারে হেমা জানিয়েছেন, ‘আমি সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। একবার দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। ‘দাবাং থ্রি’ ছবিতে সালমান সঙ্গেই আমার এক দৃশ্যে অভিনয় করার কথা ছিল। সুযোগটা পেয়ে সত্যিই আনন্দ পেয়েছিলাম। কিন্তু ওই দৃশ্যের শুটিংয়ের সময় সালমান ছিলেন না। স্বাভাবিকভাবেই আমি খুব হতাশ হয়ে পড়ি। সালমানের সঙ্গে আমার আর দেখা করা হয়নি।’

- Advertisement -

সাক্ষাৎকারে হেমা আরও বলেন, ‘বিগ বস’ রিয়্য়ালিটি শো পণ্ডিত জনার্দনের সঙ্গে আমার পরিচয় হয়। আমরা দু’জনে গিয়েছিলাম সালমানের সঙ্গে দেখা করতে। কিন্তু তখন সালমানের দেহরক্ষীরা আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে। আমি জানি, এই ঘটনা সালমান জেনেও কিছু বলেননি। এই ঘটনার পরে ১০ দিন আমি রাতে ঘুমাতে পারিনি।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

- Advertisement -

Related Articles

Latest Articles