20.9 C
Toronto
শনিবার, জুন ২২, ২০২৪

‘চুমুকাণ্ডে’ ভাইরাল শাহরুখ!

‘চুমুকাণ্ডে’ ভাইরাল শাহরুখ!
ভাইরাল সেই ভিডিওর দৃশ্য ছবি সংগৃহীত

সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল শাহরুখ খানের একটি ভিডিও। ওই ভিডিওকে কেন্দ্র করে এখন উত্তপ্ত নেটিজেনরা।

ভাইরাল সেই ভিডিওটিতে দেখা গেছে, বলিউড সুপারস্টার শাহরুখ খানকে সামনাসামনি দেখে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি শাহরুখের এক নারী ভক্ত। নিরাপত্তাকর্মী ও বডিগার্ডকে টপকে শাহরুখের একেবারে কাছে গিয়ে তাকে কিস করে বসেন সেই ভক্ত।

- Advertisement -

আরব আমিরাতে ঘটে যাওয়া সেই মুহূর্তের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। এ ঘটনাকে মেনে নিতে পারেননি বেশির ভাগ নেটিজেনই। কারণ, ভিডিওতে দেখা যায়, শাহরুখের সামনে প্রথমে আসেন এক পুরুষ ভক্ত। তিনি খুব ভদ্রভাবেই শাহরুখের গালে চুমু দেন। কিন্তু হঠাৎ করেই ওই ভক্তকে পেছনে ঠেলে বিনা অনুমতিতে সামনে চলে আসেন সেই নারী ভক্ত।

শাহরুখের অনুমতি ছাড়াই তিনি শাহরুখকে কাছে টেনে কিস করে বসেন। এ ঘটনায় তারকা বেশ শান্ত থাকলেও নেটিজেনরা অশান্ত হয়ে পড়েছেন। ভিডিওর কমেন্টস বক্সে শাহরুখকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে না নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles