8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

৯ লাখ কর্মীর সহায়তা কর্তন করা হচ্ছে

৯ লাখ কর্মীর সহায়তা কর্তন করা হচ্ছে - the Bengali Times
গ্রীষ্মে শেষ মুহূর্তে এর সময়সীমা বৃদ্ধির পর অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বৃহস্পতিবার বলেন ২৩ অক্টোবরের পর অতিরিক্ত এক মাস এ সহায়তা দেওয়া হবে না কিন্তু নভেম্বরের শেষ পর্যন্ত তা পুনর্বিন্যাস করা হয়েছে

কানাডিয়ান সেন্টার ফর পলিসি অল্টারনেটিভসের এক বিশ্লেষণে বলা হয়েছে, সিআরবি বন্ধ হওয়ার ফলে রোববার থেকে ৮ লাখ ৮০ হাজার মানুষ সহায়তার বাইরে চলে যাবে। এর ফলে স্বকর্মসংস্থানে নিয়োজিত ও গিগ ওয়ার্কাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেছে মন্ট্রিয়লভিত্তিক ন্যাশনাল কাউন্সিল অব আনএমপ্লয়েড ওয়ার্কার্স।

ব্যবসা ও ব্যক্তি পর্যায়ে ৭০০ কোটি ডলারের মহামারি সহায়তা পুনর্বিন্যাস করেছে ফেডারেল সরকার, রোববার থেকে যা কার্যকর হচ্ছে। এর ফলে ৯ লাখ কর্মীর সহায়তা কর্তন করা হবে এবং স্বল্প মেয়াদে হাজারো কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে।
লিবারেল সরকার বরাবরই বলে আসছে, কানাডা রিকভারি বেনিফিটসহ ফেডারেল ওয়েজ ও রেন্টের ভর্তুকি সাময়িক এবং কোভিড-১৯ এর কারণে সৃষ্ট আর্থিক সংকট থেকে উত্তরণে উদ্যোগটি নেওয়া হয়েছে। গ্রীষ্মে শেষ মুহূর্তে এর সময়সীমা বৃদ্ধির পর অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বৃহস্পতিবার বলেন, ২৩ অক্টোবরের পর অতিরিক্ত এক মাস এ সহায়তা দেওয়া হবে না। কিন্তু নভেম্বরের শেষ পর্যন্ত তা পুনর্বিন্যাস করা হয়েছে।

- Advertisement -

অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির ভিন্ন স্তরে রয়েছে দেশ। গত বছর হারানো কর্মসংস্থান ফিরে এসেছে এবং ভ্যাকসিনেশনের হার বাড়ছে।

কিন্তু বেকারত্ব এখন উচ্চ পর্যায়ে রয়েছে। কোম্পানিগুলো শ্রমিক সংকটে ভুগছে এবং কিছু খাত এখনও পুনরুদ্ধার থেকে দূরে রয়েছে। এ কারণে প্রয়োজনের ভিত্তিতে সহায়তার পরিকল্পনা করা হয়েছে। কানাডিয়ানদের জন্য সবচেয়ে বড় সহায়তা সম্ভবত চাকরি।

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওয়েজ ও রেন্টে ভর্তুকি আরও উদার হবে এবং এখন ক্ষত নিয়ে চলা ট্যুরিজম ও হসপিটালিটি খাতকে লক্ষ্য করে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত তারা দীর্ঘায়িত ও গভীর রাজস্ব ক্ষতি প্রমাণ করতে পারবে।

রেস্টুরেন্টস কানাডা তাদের সদস্যদের বলেছে, বিদ্যমান সহায়তায় তার খুশি। কিন্তু সহায়তার জন্য যোগ্যতার যে শর্ত তাতে তারা হতাশ। কারণ, এর ফলে এই শীতে অনেক রেস্তোরাঁই সহায়তা থেকে বাদ পড়তে পারে।

কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেস বলেছে, জিম, ডান্স স্টুডিওসহ ২০২০ সালের মার্চের পর চালু করা ব্যবসাকেও যাতে সহায়তার যোগ্য বিবেচনা করা হয় সেজন্য লিবারেল সরকারকে তারা বলবে।

- Advertisement -

Related Articles

Latest Articles