0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

মেয়র হিসেবে হ্যাটট্রিক করলেন তালুকদার আব্দুল খালেক

মেয়র হিসেবে হ্যাটট্রিক করলেন তালুকদার আব্দুল খালেক - the Bengali Times

মেয়র হিসেবে হ্যাটট্রিক করলেন বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

- Advertisement -

সোমবার (১২ জুন) সন্ধ্যায় খুলনার রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে তালুকদার আব্দুল খালেককে বিজয়ী ঘোষণা করেন।

২৮৯ কেন্দ্রের মধ্যে সবকটির ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

এর আগে, সকাল ৮টা থেকে সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে বিকাল ৪টায় শেষ হয় নির্বাচন। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হয়।

খুলনা সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তালুকদার আব্দুল খালেক (বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা প্রতীক), মো. আ. আউয়াল (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা), মো. শফিকুল ইসলাম মধু (জাতীয় পাটি, লাঙ্গল), এস এম শফিকুর রহমান (স্বতন্ত্র, টেবিল ঘড়ি) এবং এস এম সাব্বির হোসেন (জাকের পার্টি, গোলাপ ফুল)।

সূত্র : বার্তা২৪

- Advertisement -

Related Articles

Latest Articles