4.8 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

গ্রোসারি রিবেট পাওয়া যাবে ৫ জুলাই পর্যন্ত

গ্রোসারি রিবেট পাওয়া যাবে ৫ জুলাই পর্যন্ত
উচ্চ মূল্যস্ফীতির প্রভাব থেকে মুক্তি দিতে নিম্ন ও মধ্যম আয়ের ১ কোািট ১০ লাখ পরিবারকে সরকার এককালীন অর্থ দেবে বলে বিলে বলা হয়েছে

চলতি বছরের বাজেটে লিবারেলদের প্রতিশ্রুত গ্রোসারি রিবেট যোগ্য কানাডিয়ানদের জন্য ৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। এমনটাই জানিয়েছে অর্থ বিভাগ। সংসদ আইন পাসের পর এই নিশ্চয়তা পাওয়া গেলো।

উচ্চ মূল্যস্ফীতির প্রভাব থেকে মুক্তি দিতে নি¤œ ও মধ্যম আয়ের ১ কোািট ১০ লাখ পরিবারকে সরকার এককালীন অর্থ দেবে বলে বিলে বলা হয়েছে। জীবনযাত্রার বর্ধিত ব্যয়ের চাপ সামাল দিতে সরকার গত বছর সাময়িকভাবে জিএসটি রিবেট বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল সেটাও থাকছে।

- Advertisement -

এই সুবিধার জন্য যোগ্য চার সদস্যের একটি পরিবার কানাডা রেভিনিউ এজেন্সির থেকে ৪৬৭ ডলার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বা চেক পাবে। সন্তান নেই এমন একক ব্যক্তিরা পাবেন ২৩৪ ডলার পর্যন্ত। আর জ্যেষ্ঠ নাগরিকরা রিবেট পাবেন ২২৫ ডলার পর্যন্ত।

নতুন এই আইন অতিরিক্ত ২০০ কোটি ডলার হেলথ ট্রান্সফারের সুযোগ সৃষ্টি করবে। শিশু হাসপাতাল ও জরুরি বিভাগের অপেক্ষমাণ সময় কমিয়ে আনতে এই অর্থ চাওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles