15.1 C
Toronto
শনিবার, সেপ্টেম্বর 30, 2023

সাত হাজার প্রেমিক সামলান এই মডেল

সাত হাজার প্রেমিক সামলান এই মডেল
ছবি সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার ২৫ বছর বয়সী মডেল নালা রে। আপনি জানলে অবাক হবেন, নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় এই মডেলের প্রেমিকের সংখ্যা সাত হাজার।

কীভাবে এত প্রেমিকদের সামলান নালা। বিষয়টা কঠিন মনে হলেও তেমন কিন্তু কঠিনও নয়। আসলে নালার সাত হাজার প্রেমিকের সবই নেটদুনিয়ায়।

- Advertisement -

ড্যাটিং অ্যাপসের সাত হাজার প্রেমিকের সঙ্গে কথা বলতে বলতেই কেটে যায় নালার সময়। ব্যক্তিগতভাবে মানে বাস্তবে নালার কোনো প্রেমিক নেই।

এর কারণ হলো নালা এতই সুন্দরী আর গুণী যে কোনো প্রেমিকই তাকে প্রেমিকা বানানোর সাহস পান না। এ প্রসঙ্গে নালার অভিমত হলো, ড্যাটিং অ্যাপসে চ্যাট করা আমার পেশা। এ পেশাও মেনে না নিতে পারে না অনেকে। প্রেমিকরা নিরাপত্তাহীনতায় ভোগার কারণে আমি সিঙ্গেল।

- Advertisement -

Related Articles

Latest Articles