16.1 C
Toronto
বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২

অবিশ্বাস্য! একদিনেই আয় ৩.৯৯ লক্ষ কোটি টাকা!

- Advertisement -

অবিশ্বাস্য! একদিনেই আয় ৩.৯৯ লক্ষ কোটি টাকা! - The Bengali Times
ইলন মাস্ক

সম্প্রতি এক লক্ষ টেসলার গাড়ির অর্ডার দিয়েছিল হার্টজ গ্লোবাল হোল্ডিংস নামের এক সংস্থা। আর তারপরেই লাফিয়ে লাফিয়ে বাড়ল টেসলারের শেয়ার দর। গেল সোমবার (২৫ অক্টোবর) একদিনেই টেসলার সিইও ইলন মাস্কের মোট সম্পদ বাড়ল ৩৬.২ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩.৯৯ লক্ষ কোটি টাকা।

এদিন টেসলারের শেয়ার দর বেড়েছে ১৪.৯%। বর্তমানে কোম্পানিটির এক-একটি শেয়ারের মূল্য ১,০৪৫.০২ মার্কিন ডলার। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা কোম্পানি।

ট্রিলিয়ন ডলারের এই কোম্পানিতে ইলন মাস্কের শেয়ার রয়েছে ২৩%। যার মোট মূল্য এখন ২৮৯ বিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স বলছে, এটি এখনও পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধির রেকর্ড। এর আগে গত বছর চাইনিজ ধনকুবের ঝং শানশানের সম্পদ একদিনে বৃদ্ধি পেয়েছিল ৩২ বিলিয়ন মার্কিন ডলার।

তাঁর বোতলজাত পানীয়ের কোম্পানি নংফু স্প্রিং কোং শেয়ার বাজারে প্রবেশ করতেই অবিশ্বাস্য হারে সম্পদ বেড়েছিল শানশানের।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles