13 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ধর্ষণের অভিযোগ তুলে সাড়ে ৫ হাজার ডলার নেন রহমত উল্ল্যাহ : শাকিব খান

ধর্ষণের অভিযোগ তুলে সাড়ে ৫ হাজার ডলার নেন রহমত উল্ল্যাহ : শাকিব খান
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান

চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি।

মামলা দায়েরের পর আদালতে জবানবন্দি দেন শাকিব। সেখানে তিনি বলেন, ‘রহমত উল্ল্যাহ এ ছবির কেউ না। এ ছবির প্রযোজক জানে আলম। রহমত উল্ল্যাহ ঠগ, প্রতারক ও চাঁদাবাজ। আমার সঙ্গে এ ধরনের আচরণ করে সে পার পেয়ে গেলে ভবিষতে অনেকে ভুক্তভোগী হবেন। অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহনারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলে আমার কাছ থেকে সাড়ে ৫ হাজার ডলার নেন রহমত উল্ল্যাহ।’

- Advertisement -

তিনি বলেন, ‘২০১৬ সালে আমি অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় যাই। সেখানে শিডিউল ফাঁসানো ও সহনারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তোলেন রহমত উল্ল্যাহ। অস্ট্রেলিয়ার পুলিশের কাছে এ বিষয় কোনো অভিযোগ নেই। অস্ট্রেলিয়ায় যে নায়িকার সঙ্গে অভিনয় করার কথা তিনিও কোনো অভিযোগ দেননি।’

শাকিব খান আরও বলেন, ‘ছবির বিষয় জানে আলমের সঙ্গে আমার চুক্তি হয়। রহমত উল্ল্যাহ কোনো প্রযোজকই না। তিনি আমার কাছে আরও এক লাখ ডলার দাবি করেছেন। চাঁদার টাকা পাওয়ার জন্য আমার ক্যারিয়ার নিয়ে হুমকি দেন রহমত উল্ল্যাহ।’

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এর আগে আজ সকালে মামলা করতে আদালতে যান শাকিব খান। পরে মামলা গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল রহমত উল্ল্যাহকে হাজির হতে তলব করেন আদালত।

শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহনারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তোলেন রহমত উল্ল্যাহ। এরপর ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গত শনিবার রাতে গুলশান থানায় গেলেও পুলিশ শাকিবের মামলা নেয়নি। থানা থেকে আদালতে মামলা করতে তাকে পরামর্শ দেওয়া হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles