9.3 C
Toronto
রবিবার, মার্চ ২৬, ২০২৩

যৌনতা নিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে দিলেন শিক্ষক

যৌনতা নিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে দিলেন শিক্ষক
এই গল্প যৌন কল্পনার ওপর ভিত্তি করে লিখতে বলা হয়

শিক্ষার্থীদের যৌনতাবিষয়ক অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা দিয়েছেন এক শিক্ষক। এমন ঘটনায় অভিভাবক ও ইন্টারনেট ব্যবহারকারীরা ওই স্কুলের ব্যাপক সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, শেষমেশ তোপের মুখে ইউজিন শহরের চার্চিল হাইস্কুল কর্তৃপক্ষ পাঠ্যক্রম থেকে ওই অ্যাসাইনমেন্টটি বাদ দিয়েছে।

- Advertisement -

নিউ ইয়র্ক পোস্ট বলছে, ওই অ্যাসাইনমেন্টটি পালক, স্বাদযুক্ত সিরাপ ও ম্যাসেজ তেলসহ উপকরণ ব্যবহারসহ লিখতে বলা হয়েছে।

হাইস্কুলটির স্বাস্থ্য ক্লাসে কির্ক মিলার নামে ওই শিক্ষক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে যৌনতাবিষয়ক অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলেন। সেখানে সেক্সটয় যোগ করতে বলেন তিনি।

রিপোর্ট, অ্যাসাইনমেন্টে একটি বা দুটি অনুচ্ছেদের মধ্যে যৌনতাবিষয়ক গল্প যৌন কল্পনার ওপর ভিত্তি করে লিখতে বলা হয়। ওই স্কুলের এক শিক্ষার্থীর বাবা জাস্টিন ম্যাককল বলেন, শ্রেণিকক্ষে আমার মেয়ে ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে ছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles