5.1 C
Toronto
সোমবার, মার্চ ২৭, ২০২৩

‘আমি যদি দুশ্চরিত্রা হতাম, তবে নিজেকে ঘৃণা করতাম’

‘আমি যদি দুশ্চরিত্রা হতাম, তবে নিজেকে ঘৃণা করতাম’
নোরা ফতেহি

বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। বিভিন্ন জনপ্রিয় গানে কোমর দুলিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় নোরা। বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রায়ই ভক্তদের জন্য তার ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যাও প্রায় সাড়ে ৪ কোটি।

সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নোরা ফাতেহি। তাতে দেখা যায়, নোরা ফাতেহির পরনে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ডলস অ্যান্ড গাব্বানার ব্রা টপ। এসব ছবিতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তারচেয়েও বেশি আলোচনায় রয়েছে এসব ছবির ক্যাপশন। তাতে নোরা ফাতেহি লিখেছেন— ‘আমি যদি দুশ্চরিত্রা হতাম, তবে নিজেকে ঘৃণা করতাম।’

- Advertisement -

ছবিতে এমন ক্যাপশন কেন দিলেন নোরা? যদিও এ বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তবে নেটিজেনরা নোরার রূপের ভূয়সী প্রশংসা করছেন।

নাচের ঝড়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে দারুণ পটু বলিউডের হার্টথ্রব অভিনেত্রী নোরা ফাতেহি। এ ভিডিওতে তার ব্যত্যয় ঘটেনি। প্রিয় অভিনেত্রীর নাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা।

- Advertisement -

Related Articles

Latest Articles