7.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

জামিন ব্যবস্থায় সংস্কারের কথা ভাবছেন ফোর্ড

জামিন ব্যবস্থায় সংস্কারের কথা ভাবছেন ফোর্ড
ফোর্ডসহ অন্য প্রিমিয়াররা ফেডারেল সরকারের প্রতি জামিন ব্যবস্থায় সংস্কার আনার দাবি জানিয়ে আসছেন

জামিন ব্যবস্থায় সংস্কার নিয়ে প্রদেশের অ্যাটর্নি জেনারেল ও সলিসিটির জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। ফোর্ডসহ অন্য প্রিমিয়াররা ফেডারেল সরকারের প্রতি জামিন ব্যবস্থায় সংস্কার আনার দাবি জানিয়ে আসছেন।

অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশের কনস্টেবল গ্রেগ পিয়েরজালা ডিসেম্বরের শেষ দিকে নিহত হওয়ার পর প্রিমিয়াররা একটি চিঠি পাঠিয়েছিলেন। পিয়েরজালার সন্দেহভাজন খুনী অস্ত্র মামলায় জামিনে মুক্ত ছিলেন।

- Advertisement -

প্রদেশের পক্ষ থেকে ফোর্ড কি চাইছেন তা স্পষ্ট নয়। তবে অন্টারিওর একটি সাংধানিক কমিটিও বিষয়টি পর্যালোচনা করে দেখছে। গত বুধবার ছিল কমিটির শুনানির দ্বিতীয় ও চূড়ান্ত দিন। পুলিশ, আইনজীবী, সিভিল লিবার্টি গ্রুপ ও অন্যরা এতে সাক্ষ্য দেন। পুলিশ গ্রুপ সহিংত ও একই অপরাধ বারবার করে এমন ব্যক্তিদের জন্য কঠোর নিয়মের দাবি জানায়। অন্যদিকে বিচারবহির্ভুত আটকে রাখার ঘটনা বেড়ে যাওয়ায় জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে সিভিল লিবার্টি গ্রুপ। বিশেষ করে কৃষ্ণাঙ্গ, আদিবাসী ও দরিদ্র এবং মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিরা।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles