6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এইচএসসিতে সবাই ফেল করা প্রতিষ্ঠান বেড়েছে ১০ গুণ

এইচএসসিতে সবাই ফেল করা প্রতিষ্ঠান বেড়েছে ১০ গুণ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেননি। গত বছর এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল পাঁচটি। অর্থাৎ একজনও পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে ১০ গুণ বেড়েছে।

- Advertisement -

আজ বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ থেকে বেড়ে ৫০ হওয়ার কারণ জানতে চাইলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘গত বছর মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছিল সংক্ষিপ্তভাবে। তখন বেশির ভাগই ভালো করেছিলেন। সে জন্য পাসের হারও ছিল প্রায় ৯৫ শতাংশ। এবার ১২টি পত্রে পরীক্ষা হয়েছে, তাতে সবাই তত ভালো করতে পারেননি। সে জন্য শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।’ স

গত এসএসসি পরীক্ষাতেও ৫০ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়, অল্প কয়েকটি এমপিওভুক্ত। তাদের পাশে দাঁড়ানোর জন্য তথ্য চাওয়া হয়েছিল। তারা পাঠিয়েছে। এখন মার্চ মাসের প্রথম সপ্তাহে কর্মশালা করা হবে। সেখানে অভিজ্ঞ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের রাখা হবে, অভিজ্ঞতা জানানোর জন্য। এইচএসসি পরীক্ষাতেও এমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles