1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বন্ধ করে দেওয়া হয়েছে অন্টারিওর একটি শিক্ষা প্রতিষ্ঠান

বন্ধ করে দেওয়া হয়েছে অন্টারিওর একটি শিক্ষা প্রতিষ্ঠান - the Bengali Times
সিলভারথর্ন কলেজিয়েট ইনস্টিটিউট<br >

অন্টারিওর সরকারি স্কুলে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে বর্তমানে ১ হাজার ২৩৪ জন। গত সোমবার যেখানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছিল ১ হাজার ৬৩৭ জনে। পরবর্তীতে তা কমতে থাকে এবং ২৩ সেপ্টেমম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এদিকে, ইটোবিকোকের সেকেন্ডারি স্কুলে দুজন বাদে বাকি সব সংক্রমণই হয়েছে শিক্ষার্থী থেকে শিক্ষার্থীতে। অনেকের স্কুলের নানা অনুষ্ঠানের মাধ্যমে সংক্রমণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন টরন্টো জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা।

- Advertisement -

টরন্টো জনস্বাস্থ্য বিভাগ সোমবার সন্ধ্যায় বানহামথর্প রোড ও মিল রোডের পার্শ্ববর্তী সিলভারথর্ন কলেজিয়েট ইনস্টিটিউটে আউটব্রেক ঘোষণার পর বিদ্যালয়ের ৭৭৩ জন শিক্ষার্থীর সবাইকে অনলাইন পাঠে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

টরন্টো সিটি হলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডা. এইলিন দ্য ভিলা জানান, এখন পর্যন্ত স্কুলের কোভিড আক্রান্ত যে ১১ শিক্ষার্থী সনাক্ত হয়েছে তার মধ্যে ৯ জনই আরেক শিক্ষার্থী থেকে সংক্রমিত হয়েছে। স্কুলের কোনো অনুষ্ঠান থেকে কেউ আক্রান্ত হয়েছেন কিনা সেটাও খুঁজে দেখছেন কর্মকর্তারা।

ডা. দ্য ভিলা বলেন, সব অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই। তবে আমি এটা জানি যে, ইনডোর ও আউটডোরে একাধিক অনুষ্ঠান হয়েছে এবং সেগুলো যে সংক্রমণের উৎস হতে পারে তদন্তে সেটা উঠে এসেছে।

প্রদেশের পক্ষ থেকে প্রতিদিন ১০০টির বেশি স্কুল-সংক্রান্ত সংক্রমণের তথ্য দিলেও অন্টারিওর স্বাস্থ্য কর্মকর্তারা বারবার বলে আসছেন, স্কুলে কোভিড-১৯ এর সংক্রমণ সামান্য। তবে সিলভারথর্ন কলেজিয়েট ইনস্টিটিউটের সংক্রমণ সতর্ক বার্তা হিসেবে থাকতে পারে। স্কুলের পরিবেশে সংক্রমণ আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়াতে ভূমিকা রাখতে পারে।

স্কুলটি যে এলাকায় অবস্থিত সেই মার্কল্যান্ড উডস কমিউনিটিতে ভ্যাকসিনেশনের হার যে তুলনামূলক কম মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তা স্বীকার করেন দ্য ভিলা। কমিউনিটির ১২ বছর ও তার বেশি বয়সী ৭৩ শতাংশ নাগরিক উভয় ডোজ ভ্যাকসিন পেয়েছেন। যেখানে সার্বিকভাবে টরন্টো নগরীতে ভ্যাকসিনেশনের হার ৮১ দশমিক ৬ শতাংশ। এ কারণেই ভ্যাকসিনেশনের হার বাড়ানোর চেষ্টা হিসেবে স্কুলে ভ্যাকসিনেশন ক্লিনিক স্থাপনের সুপারিশ করেছে টরন্টো জনস্বাস্থ্য বিভাগ।

এদিকে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড বলছে, সিলভারথর্নে যে ১১ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৭ জন এখনও সুস্থ্য হয়নি।

সরকারি স্কুলে সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা নিম্নমুখী হওয়া সত্ত্বেও অন্টারিওর ষষ্ঠ স্কুল হিসেবে মঙ্গলবার সিলভারথর্ন কলেজিয়েট ইনস্টিটিউট বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার বিকাল পর্যন্ত আরও ১১৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে। গত সপ্তাহের একই দিনে যেখানে আক্রান্ত হয়েছিলেন ১৪৬ জন। আর দুই সপ্তাহ আগে আক্রান্তের সংখ্যা ছিল ১৭৩ জন।

অন্টারিওর সরকারি স্কুলে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে বর্তমানে ১ হাজার ২৩৪ জন। গত সোমবার যেখানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছিল ১ হাজার ৬৩৭ জনে। পরবর্তীতে তা কমতে থাকে এবং ২৩ সেপ্টেমম্বরের পর সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে।সিলভারথর্ন কলেজিয়েট ইনস্টিটিউট

ইটোবিকোকে সংক্রমণের বেশিরভাগই শিক্ষার্থী থেকে শিক্ষার্থীতে

ইটোবিকোকের সেকেন্ডারি স্কুলে দুজন বাদে বাকি সব সংক্রমণই হয়েছে শিক্ষার্থী থেকে শিক্ষার্থীতে। অনেকের স্কুলের নানা অনুষ্ঠানের মাধ্যমে সংক্রমণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন টরন্টো জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. এইলিন দ্য ভিলা।

টরন্টো জনস্বাস্থ্য বিভাগ সোমবার সন্ধ্যায় বানহামথর্প রোড ও মিল রোডের পাশর্^বর্তী সিলভারথর্ন কলেজিয়েট ইনস্টিটিউটে আউটব্রেক ঘোষণার পর বিদ্যালয়ের ৭৭৩ জন শিক্ষার্থীর সবাইকে অনলাইন পাঠে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

টরন্টো সিটি হলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডা. এইলিন দ্য ভিলা জানান, এখন পর্যন্ত স্কুলের কোভিড আক্রান্ত যে ১১ শিক্ষার্থী সনাক্ত হয়েছে তার মধ্যে ৯ জনই আরেক শিক্ষার্থী থেকে সংক্রমিত হয়েছে। স্কুলের কোনো অনুষ্ঠান থেকে কেউ আক্রান্ত হয়েছেন কিনা সেটাও খুঁজে দেখছেন কর্মকর্তারা।

ডা. দ্য ভিলা বলেন, সব অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই। তবে আমি এটা জানি যে, ইনডোর ও আউটডোরে একাধিক অনুষ্ঠান হয়েছে এবং সেগুলো যে সংক্রমণের উৎস হতে পারে তদন্তে সেটা উঠে এসেছে।

প্রদেশের পক্ষ থেকে প্রতিদিন ১০০টির বেশি স্কুল-সংক্রান্ত সংক্রমণের তথ্য দিলেও অন্টারিওর স্বাস্থ্য কর্মকর্তারা বারবার বলে আসছেন, স্কুলে কোভিড-১৯ এর সংক্রমণ সামান্য। তবে সিলভারথর্ন কলেজিয়েট ইনস্টিটিউটের সংক্রমণ সতর্ক বার্তা হিসেবে থাকতে পারে। স্কুলের পরিবেশে সংক্রমণ আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়াতে ভূমিকা রাখতে পারে।

স্কুলটি যে এলাকায় অবস্থিত সেই মার্কল্যান্ড উডস কমিউনিটিতে ভ্যাকসিনেশনের হার যে তুলনামূলক কম মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তা স্বীকার করেন দ্য ভিলা। কমিউনিটির ১২ বছর ও তার বেশি বয়সী ৭৩ শতাংশ নাগরিক উভয় ডোজ ভ্যাকসিন পেয়েছেন। যেখানে সার্বিকভাবে টরন্টো নগরীতে ভ্যাকসিনেশনের হার ৮১ দশমিক ৬ শতাংশ। এ কারণেই ভ্যাকসিনেশনের হার বাড়ানোর চেষ্টা হিসেবে স্কুলে ভ্যাকসিনেশন ক্লিনিক স্থাপনের সুপারিশ করেছে টরন্টো জনস্বাস্থ্য বিভাগ।

এদিকে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড বলছে, সিলভারথর্নে যে ১১ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৭ জন এখনও সুস্থ্য হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles