4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মর্মান্তিক! সামনে যেতেই কর্মীকে ভেতরে টেনে নিল বিমানের ইঞ্জিন, অতঃপর…

মর্মান্তিক! সামনে যেতেই কর্মীকে ভেতরে টেনে নিল বিমানের ইঞ্জিন, অতঃপর…
প্রতীকী ছবি

বিমানবন্দরে পার্ক করা বিমানের সামনে যেতেই এক কর্মীকে ভেতরে টেন নিল ইঞ্জিন। ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল তার। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার মন্টগোমারি রিজিওনাল এয়ারপোর্টে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল ৩টার দিকে ডালাস থেকে একটি বিমান মন্টগোমারি বিমানবন্দরে এসে অবতরণ করে। বিমানটিকে পার্ক করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তার আগে সব ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য পার্ক করা বিমানের কাছে গিয়েছিলেন এক কর্মী। কিন্তু তখনও বিমানের একটি ইঞ্জিন চালু ছিল। আর সেই ইঞ্জিনই ভিতরের দিকে টেনে নেয় ওই কর্মীকে।

- Advertisement -

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি (এনটিএসবি) বোর্ড জানিয়েছে, নিহত কর্মী পায়েডমন্ট এয়ারলাইন্সের। বিমান সংস্থাটির পক্ষ থেকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করা হয়েছে।

বিমানবন্দরের এগজিকিউটিভ ডিরেক্টর ওয়েড ডেভিস বলেন, “এই দুঃসময়ে ওই কর্মীর পরিবারের পাশে রয়েছি আমরা। সমস্ত রকম সহযোগিতা করা হবে ওই কর্মীর পরিবারকে।”

কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এনসিএসবি এবং অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

- Advertisement -

Related Articles

Latest Articles