15.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ফেসবুক পোস্টে কী লিখলেন ব্রাজিলভক্ত মিম

ফেসবুক পোস্টে কী লিখলেন ব্রাজিলভক্ত মিম
বিদ্যা সিনহা মিম

ব্রাজিলের সমর্থক হালের ঢালিউড তারকা বিদ্যা সিনহা মিম। এ তো অনেক আগের খবর। তিনি নিয়মিত ব্রাজিলের খেলাও দেখেন। গতকাল সুইজারল্যান্ডের সাথে ১-০ ব্যবধানে জয়ের পর ব্রাজিলভক্ত এই তারকা তার সোশাল মিডিয়ায় একটি পোস্ট দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়।

গত চার দিন আগেও ব্রাজিলের প্রথম খেলা দেখার পর ‘প্রথম ম্যাচেই জয়…এটাই খেলা!’ লিখে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন মিম। আর এবার মানে গতকাল রাতে খেলা দেখার পর লিখলেন- ভালো খেলেছ ব্রাজিল। পরের খেলায় আরো ভালো হোক। নায়িকার এই পোস্টে প্রায় এক লাখ মানুষ রিঅ্যাক্ট করেন। এবং সেই সাথে তার সাড়ে চার হাজার অনুরাগী মন্তব্য করেন।

- Advertisement -

পোস্টের সাথে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবিও সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন নায়িকা। আর খেলা শুরুর কিছুক্ষণ আগে ফেসবুকে একটি রিল প্রকাশ করেন তিনি। যেখানে তাকে ফিফা বিশ্বকাপ থিম সং ‘ড্রিমার্স’-এর তালে তালে ‘ভি’ চিহ্ন দেখাতে দেখা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles